মুঠোর মধ্যে এক টুকরো অসম

কলকাতায় বসে অসমিয়া খাবার খেতে হলে কিন্তু ১৩ জানুয়ারির দিনটি ফাঁকা রাখতেই হবে। কারণ, কলকাতা অ্যাসামিজ কালচারাল অ্যাসোসিয়েশন এক দিনের জন্যই আয়োজন করেছে এই ফুড ফেস্টিভ্যালের। ১৩ জানুয়ারি ২০১৮, শনিবার, উল্টোডাঙার নীপকো অতিথি গৃহ প্রাঙ্গনে পেটপুরে খাওয়া যাবে অসমিয় খানা।

উইন্টার ফেস্টিভ্যাল ভোগালী বিহুতে চেখে দেখা যাবে নানান স্বাদের অসমিয়া খাবার। ভোগালী বিহু উরুকা ভোজে বাহারি খাওয়ার সঙ্গে থাকবে খেলাধুলো, মিউজিক, গান, নাচ আর অনেক আনন্দের পসরা। আয়োজকদের তরফে সকলকে সেই অনুষ্ঠানে যাওয়ার নিমন্ত্রণও জানানো হয়েছে।সকলের জন্য খোলা থাকবে এই ফুড ফেস্টিভ্যাল। পেট পুরে খেতে দিতে হবে ৫০০ টাকা। ১০ বছরের উপরে যে কেউ এই টাকা দিয়ে ঢুকে পড়তে পারবেন এক টুকরো অসমে। ছাত্র-ছাত্রীদের জন্য ৪০০টাকা।

অল-লাইনেও বুক করা যাবে ফুড ফেস্টভ্যালের টিকিট। শনিবার সন্ধে ছ’টা থেকে শুরু হয়ে যাবে জব্বর খানা-পিনা। এখানে অংশ নিতে যোগাযোগ করতে হবে ৮৩৩৪৮৬৬৮৮৬ অথবা ৯০০২০৪০১১১ নম্বরে। দামোদর ভ্যালি কর্পোরেশন বিল্ডিং ও স্টেট সেন্ট্রাল লাইব্রেরির পাশেই নিপকো গেস্ট হাউস কমপ্লেক্সে।