গৌতম গম্ভীর আপনার এই বেশ মানতে পারলাম না, এটা কোনও সমর্থন হতে পারে না

গৌতম গম্ভীরগৌতম গম্ভীর

গৌতম গম্ভীর এটা কী করলেন? কেন করলেন? কী পেলেন? কী ফিরিয়ে দিলেন? প্রশ্ন তুলে দিলেন জনৈক গম্ভীরভক্ত। সেই চিঠি এল জাস্ট দুনিয়ার হাতে।

তিনি সব কিছু নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে থাকেন। তিনি দুস্থদের পাশে থাকেন। অন্যায়ের প্রতিবাদ করেন। সবটাই করেন সোশ্যাল মিডিয়ায়। মাঠ ছাড়ার পর তিনি এখানেই এখন সব থেকে বেশি সচল। আর তাঁর এই সব কিছু নিয়েই সংবাদ মাধ্যম ঝাঁপিয়ে পড়ে বাহবার ঢাক নিয়ে। তাতেও আপত্তি নেই। করতেই পারেন। সোশ্যাল মিডিয়া তো প্রতিবাদের হাতিয়ার তুলে দিয়েছে আমাদের হাতে। আমরা যাঁরা সামনে মুখ খুলতে পারতাম না তাঁরা এভাবেই নিজের কথা জানাতে পারছে। খুব ভাল কথা।

কিন্তু তিনি তো সেলিব্রিটি। তিনি দেশের হয়ে ক্রিকেট মাঠে নেমে লড়াই করেছেন। তিনি দেশকে জিতিয়েছেন। দেশকে সাফল্য এনে দিয়েছেন। ক্রিকেট মাঠে তাঁকে খুব একটা প্রতিবাদ করতে দেখা যায়নি কখনও। যে ভাষা ভারতীয় ক্রিকেটে নিয়ে এসেছিলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই সৌরভের নেতৃত্বেই দীঘর্দিন খেলেছেন এই ক্রিকেটার। তারই প্রভাব হতে পারে বর্তমানে তাঁর সোশ্যাল মিডিয়ায় জ্বলে ওঠা!

তিনি গৌতম গম্ভীর। কিন্তু এটা তিনি কী করলেন? কেন করলেন? তিনি নাকি সমকামিতাকে সমর্থন করতেই এটা করেছেন। প্রচুর হাততালি, বাহবা কুড়োচ্ছেন ঠিকই কিন্তু যাঁরা গম্ভীরের এই অসম্ভব ভাল কাজের জন্য হাততালিতে ফেটে পড়ছেন তাঁরা একটা প্রশ্নের উত্তর দিন তো? সমকামিতাকে সমর্থন করতে আপনাকে সমকামী হতে হবে? গৌতম গম্ভীর কী সমকামী হয়েছেন নাকি শুধু পোষাক পরেই তাঁর পাশে থাকার কাজ শেষ হয়ে যাচ্ছে?

গৌতম গম্ভীর

গৌতম গম্ভীর

সিরিয়াল কিলার: দিনে সূচ-সুতোর ব্যস্ত দরজি রাতে হয়ে ওঠে নৃশংস সাইকো খুনি!

কোনও ভাল কাজকে সমর্থন করার জন্য কী তাঁকে সেই কাজটাই করতে হবে? বরং গৌতম গম্ভীর এই পোষাক পরে, এ ভাবে নিজেকে সাজিয়ে অপমান করে ফেললেন না তো সমকামীদের? তিনি তো পুরুষ। সেই তিনি মহিলার পোষাক পরে, কপালে টিপ পরে যে অনুষ্ঠানে পৌঁছলেন তা ছিল রূপান্তরকামীদের অনুষ্ঠান ‘হিজরা হাব্বা’।

গত মঙ্গলবার দিল্লির একটি মলে এই সংস্থার বাৎসরিক অনুষ্ঠান ছিল। আয়োজন করেছিল ইন্ডিয়া এইচআইভি অর এইডস অ্যালায়েন্স। ‘হিজরা হাব্বা’র এই বছরের থিম ‘এ ভাবেই জন্মেছি’। তারই অনুষ্ঠানে এই বেশে হাজির হলেন গৌতম। অতীতে রূপান্তরকামীদের থেকে রাখি পরেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন। বাহবা পেয়েছেন বারবার। সমালোচনার মুখেও পড়েছেন। কিন্তু এটা মানতে পারলাম না।

এটা কোনও সমর্থনের ভাষা হতে পারে না। যেন খানিকটা লাইম লাইটে থাকারই চেষ্টা। যেন খানিকটা প্রচারের আলোয় নিজেকে ধরে রাখা। যা তাঁকে সাহায্য করে এই সোশ্যাল মিডিয়া। না গম্ভীর, সে আপনি যতই দারুণ কাজ করুন না কেন, এ বারেরটা কিন্তু মানতে পারলাম। আপনি এই বেশে অনুষ্ঠানে না গেলে কী আপনার সমর্থনে কোনও ঘাটতি থাকত?

আরও একটা প্রশ্ন, আপনি তো এমন পোষাক পরেন না। ভবিষ্যতেও পরবেন তেমনটা নয়। তা হলে এই দিন এই পোষাক পরে কী প্রমান করতে চাইলেন আপনি? আবারও বলছি মানতে পারলাম না। বাহবা তো দিতেই পারলাম না।

আর হাততালি… নৈব নৈব চ।