কোটিপতি হতে চান? পাশে আছেন বুম্বাদা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

ডোডো রে


বাংলায় বচ্চন নেই তো কী হয়েছে, বুম্বাদা আছেন তো! বুম্বাদাই আপনাকে সুযোগ করে দেবেন এক কোটি টাকা রোজগার করার।

আপনি রেডি তো?

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র বাংলা সংস্করণ আসছে আগামী ১৬ জুলাই। সেখানে প্রশ্নকর্তার ভূমিকায় থাকছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

তবে ‘সুপারস্টার’ হিসেবে নয়, ‘বুম্বাদা’ হিসাবেই প্রসেনজিৎ প্রতিযোগীদের সঙ্গে মিশে যেতে চান। এটাই তাঁর ইউনিক স্ট্রাটেজি।

অর্থাৎ অমিতাভ বচ্চন যে ভাবে ‘কেবিসি’র হিন্দি সংস্করণে প্রতিযোগী তথা দর্শকদের কাছের মানুষ হয়ে যেতে পেরেছেন বিগত দু’দশকব্যাপী, বুম্বাদাও ঠিক সে ভাবেই ব্যবধান ঘুচিয়ে ফেলে হয়ে উঠতে চাইছেন ‘মনের মানুষ’।

২০০০ সালে ‘কউন বনেগা ক্রোড়পতি’র আবির্ভাব নতুন জীবন দিয়েছিল বলিউডের ‘ডন’ অমিতাভ বচ্চনকে। তার পর তিনিই হয়ে ওঠেন কেবিসি-র মুখ। মাঝে শাহরুখ খানকে দিয়ে এক মরসুম চেষ্টা করা হয় স্বাদবদলের, কিন্তু তিনি অমিতাভর জনপ্রিয়তা ছুঁতে পারেননি। অগত্যা অমিতাভ, ‘বিগ বি’তেই ভরসা রাখছেন আজও নির্মাতারা।

আন্তর্জাতিক গেম শো ‘হু ওয়াল্টস টু বি আ মিলিওনেয়ার’-এর অনুপ্রেরণায় ভারতে সুরু হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’, ঢোকানো হয়েছিল বহু ভারতীয় এলিমেন্ট। ‘কে হবে বাংলার কোটিপতি’তে একই ভাবে ‘বাঙালিয়ানা’ বজায় রাখার প্রচেষ্টা চলছে।

অন্য দিকে, বাংলাতেও কয়েক বছর আগে সৌরভ গঙ্গোপাধ্যায়কে দিয়ে চেষ্টা করা হয়েছিল ‘কে হবে বাংলার কোটিপতি’ গেম শোয়ের।

কিন্তু ‘দাদাগিরি’তে সফল সৌরভ এ ক্ষেত্রে ব্যর্থ হন। পারেননি দর্শক টানতে।

এ বার তাই প্রসেনজিৎকে তুরুপের তাস করে আবার বাজি লড়ছেন নির্মাতারা।

অমিতাভ বা সৌরভের সঙ্গে তুলনা এলেও তিনি নিজের মতো করেই উপস্থাপনা করবেন। ১৬ জুলাই থেকে প্রতি সোম থেকে শুক্রবার চোখ রাখুন কালার্স বাংলায়।

আন্তর্জাতিক গেম শো ‘হু ওয়াল্টস টু বি আ মিলিওনেয়ার’-এর অনুপ্রেরণায় ভারতে সুরু হয়েছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’, ঢোকানো হয়েছিল বহু ভারতীয় এলিমেন্ট। ‘কে হবে বাংলার কোটিপতি’তে একই ভাবে ‘বাঙালিয়ানা’ বজায় রাখার প্রচেষ্টা চলছে।

সম্প্রতি কলকাতার তাজ বেঙ্গল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রসেনজিৎ। তিনি সাফ জানালেন, অমিতাভ বা সৌরভের সঙ্গে তুলনা এলেও তিনি নিজের মতো করেই উপস্থাপনা করবেন। ১৬ জুলাই থেকে প্রতি সোম থেকে শুক্রবার চোখ রাখুন কালার্স বাংলায়।

অডিশন শুরু হচ্ছে কলকাতা, শিলিগুড়ি, বর্ধমান-সহ বেশ কিছু শহরে। তৈরি থাকুন, আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি।

এক দুই তিন… ফের পর্দায় আসছে কি গুপী এবং বাঘা?