ভীর দাস ‘টু ইন্ডিয়ান্স’ বক্তব্যের পর তাঁর দাবি, তিনি প্রেমপত্র লিখে যাবেন

ভীর দাসভীর দাস

জাস্ট দুনিয়া ডেস্ক: ভীর দাস-এর ‘টু ইন্ডিয়ান্স’মন্তব্য নিয়ে যখন তোলপাড় দেশ তখন তিনি জানিয়ে দিলেন, মানুষকে গত ১০ বছর ধরে তিনি হাসাচ্ছেন। আর সেটা তিনি করে যাবেন। এনডিটিভির সঙ্গে কথোপকথনে তাঁর মন্তব্যের বিতর্ক নিয়ে মুখ খুলেছেন ভীর দাস। তিনি বলেন, ‘‘গত ১০ বছর ধরে আমি আমার দেশকে হাসাচ্ছি। আমি নিজের জীবন দেশের জন্য লেখায় উৎসর্গ করেছি। আমি আমার দেশকে প্রেমপত্র লিখেছি। যতদিন আমি আমার হাস্যরস বজায় রাখতে পারব ততদিন আমি আমার দেশকে প্রেমপত্র লিখে যাব।’’ ওয়াশিংটনের কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে করা তাঁর মন্তব্য নিয়েই ভারতে বিতর্কের ঝড় উঠেছিল।

নেটফ্লিক্সে তাঁর একটি শো চলে যার নাম ‘ভীর দাস: ফর ইন্ডিয়া’। সেই শো-ই মনোনিত হয়েছিল ইন্টারন্যাশনাল এমির জন্য। তিনি বলেন, যেসব ভারতীয়ের হাস্যরস রয়েছে তাঁরা জানেন এটা একটা ব্যঙ্গ বা বিদ্রুপ (স্যাটায়ার)। ভীর দাস তাঁর সেই ভিডিওর অংশ বিশেষ তাঁর ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলেন। আর তা দেখেই বিতর্কের সৃষ্টি হয়। তিনি বলেন, ‘‘আমার মনে হয় হাসি হল উদ্‌যাপন। যখন হাসি আর হাতাতালির শব্দে একটা ঘর ভরে ওঠে তখন তা গর্বের মুহূর্ত তৈরি করে। আমি মনে করি যে সব ভারতীয়ের হাস্যরস রয়েছে অথবা স্যাটায়ার সম্পর্কে ধারণা রয়েছে তাঁরা আমার পুরো ভিডিওটা দেখবেন, জানবে এটা শুধু ওই রুমেই হয়েছে।’’

কেনেডি সেন্টারে ভীরের পারফর্মেন্সের একটি৬ মিনিটের ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল। যা নেটিজেনদের দু’ভাগে বিভক্ত করে দিয়েছিল। তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে ভীর দাস মনে করিয়ে দেন, বিভিন্ন বিতর্কের কথা যা দিল্লি গ্যাং-রেপ থেকে কৃষি আইন সবেতেই ছিল। তিনি বলেন, ‘‘আমি এমন একটা ভারত থেকে এসেছি যেখানে বৃহত্তম সংখ্যায় কাজের মানুষ যাঁরা ৩০ বছর বয়সের নিচে। তবুও সেখানে ৭৫ বছরের নেতাদের ১৫০ বছর পুরনো ধারণা শোনা হয়।’’

তবে ভীর দাসকে যে শুধু সমালোচনার মুখেই পড়তে হয়েছে তেমন নয়। টুইটারে তাঁর এই মন্তব্যের পক্ষেও মত দিয়েছে অনেকেই। যাঁরা সেই ভিডিও শেয়ার করেছেন। অনেকেই ভীরের সেই মন্তব্যকে তুলে ধরেছেন যেখানে তিনি বলছেন, ‘‘আমি সেই ভারত থেকে এসেছি যেখানে মহিলাদের পুজো করা হয় দিনের বেলা আর সেই মহিলাকেই গ্যাং-রেপ করা হয় রাতে।’’ তাঁর এই মন্তব্যের জন্য এক বিজেপি নেতা পুলিশে অভিযোগ জানিয়েছেন। তাঁর মতে, বিদেশের মাটিতে ভারতকে অসম্মানিত করা হয়েছে।

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)