থ্রি স্মোকিং ব্যারেলস ছবির ট্রেলার মুক্তি পেল কলকাতায়

থ্রি স্মোকিং ব্যারেলসথ্রি স্মোকিং ব্যারেলস

সোনালী দত্তগুপ্ত


থ্রি স্মোকিং ব্যারেলস ছবির ট্রেলার কলকাতায় মুক্তি পেল।

মিশ্র ভাষায় তিনটি গল্পের সমন্বয়ে তৈরি হয়েছে ‘থ্রি স্মোকিং ব্যারেলস’। গল্পের ঘোরাফেরা ভারতের উত্তর- পূর্ব কোণে।

তিনটি গল্প তিন রকমের। উত্তর- পূর্বের আর্থ সামাজিক সমস্যা এবং সম্পর্কের চালচিত্র উঠে আসবে এই ছবিতে। একটি গল্পে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং সাইনি গগৈ। আর একটিতে মন্দাকিনী গোস্বামী এবং সিদ্ধার্থ বোরো।  আর শেষেরটিতে অমৃতা চট্টোপাধ্যায় এবং সুব্রত দত্ত।

একটি গল্প ড্রাগ নেশাগ্রস্ত ডনিকে নিয়ে। আর একটি গল্পে রয়েছে শিশু পাচারের চিত্র। তৃতীয়টিতে এক হত-দরিদ্র পরিবারের বাংলাদেশ থেকে গুয়াহাটিতে চলে আসা এবং সেই পরিবারের পুরুষ সদস্য মুক্তারের এলিফ্যান্ট পোচার অর্থাৎ হাতি চোরা শিকারি হয়ে ওঠার গল্প। এই তিনটি গল্প তিনটি বয়সের মানুষের প্রবণতার কথা বলবে বলে জানিয়েছেন পরিচালক সঞ্জীব দে।

ট্রেলার মুক্তির সময়...

ট্রেলার মুক্তির সময়…

এর আগে বহু নামজাদা পরিচালকদের সঙ্গে সহ-পরিচালক হিসেবে কাজ করেছেন তিনি। তবে নিজের হাতে এই প্রথম ছবি বানালেন সঞ্জীববাবু। ছবির গল্প তাঁরই। ইতিমধ্যেই বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত হয়েছে এই ছবি।

এশিয়ান গেমস ২০১৮: পুরনো জুতো, দাঁতে ব্যথা আটকাতে পারেনি সোনার মেয়েকে

কলকাতা, গুয়াহাটি এবং মুম্বই শহরের অভিনেতারা এখানে এক ছাদের তলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। গান গেয়েছেন বাংলার কার্তিক দাস বাউল, মুম্বইয়ের পাপন। সঙ্গীত পরিচালক মাইকেল জোসিয়া এবং অনুরাগ সাইকিয়া।

আগামী ২১ সেপ্টেম্বর দর্শক দরবারে আসছে ‘থ্রি স্মোকিং ব্যারেলস’। সম্প্রতি কলকাতায় মুক্তি পেল ট্রেলার। ট্রেলার মুক্তির অনুষ্ঠানে হাজির ছিলেন পরিচালক এবং প্রযোজক অমিত মালপানি-সহ ছবির সকল অভিনেতা এবং অন্যান্য কলাকুশলীরা।

দেখুন ট্রেলার