‘অভিনেতার শটের সময় ক্যামেরার পিছনে আমাকে উলঙ্গ হয়ে নাচতে বলেছিল পরিচালক’

অভিনেত্রী

জাস্ট দুনিয়ে ডেস্ক: অভিনেত্রী তনুশ্রী দত্ত-র অভিযোগের তালিকাটা যে ছোট নয় তা আবারও প্রমাণ হল। দু’দিন আগে তিনি আঙুল তুলেছিলেন বিখ্যাত অভিনেতা নানা পটেকরের দিকে। পাল্টাও দিয়েছেন নানা পটেকর। সব অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়ে দিয়েছেন এর বিরুদ্ধে তিনি আদালতেও যতে পারেন। কিন্তু তাতে থেমে থাকেননি তনুশ্রী। তাঁর অভিযোগের তালিকায় যুক্ত হয়েছে নতুন নাম। নিজের মুখে নাম করেও বুঝিয়ে দিয়েছেন তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

১৩ বছর আগের ঘটনা। তখন ‘চকোলেট’ সিনেমার শুটিং চলছিল।  এনএ-কে দেওয়া সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন, সেই সিনেমার সেটেই পরিচালক তাঁকে নগ্ন হতে বলেছিলেন। পরিচালকের নাম নিজের মুখে না বললেও তা জানাটা কঠিন ছিল না। সেই সিনেমার পরিচালক ছিলেন বিবেক অগ্নিহোত্রী। সম্প্রতি যিনি স্বরা ভাস্করকে নিয়ে মন্তব্য করে সমালোচনার শিখরে ছিলেন।

এ বার নতুন বিতর্কে আবার এই পরিচালক। তনুশ্রী এও জানিয়েছেন, সেই সময় তাঁর সপক্ষে দাড়িয়েছিলেন ছবি দুই চো-স্টার ইরফান খান ও সুনীল শেট্টি। তনুশ্রী বলেন, ‘‘সেই শটটা ছিল অভিনেতাদের। তাঁর মুখে ক্লোজআপ করতে হত। এবং অভিনেতাদের কিছু দেখে সেই অভিব্যাক্তি দিতে হত। সেই মুখের অভিব্যক্তি শ্যুট করার ছিল। আমি কোনও ভাবেই ওই সিনে ছিলাম না। কিন্তু পরিচালক বলেন অভিনেতাদের সেই অভিব্যাক্তির জন্য তাদের সামনে আমাকে নগ্ন হতে হবে।’’

তনুশ্রী দত্ত, বেশ সারা জাগিয়েই বলিউডে পা রেখেছেল এই বঙ্গ কন্যা

এর সঙ্গে তনুশ্রী জুড়ে দেন, ‘‘শটটা ইরফানের ছিল।ও শুনে অবাক হয়ে গিয়েছিল পরিচালকের কথা। ওই বলে পরিচালককে বলে, ‘কী বলছ? আমি নিজের ক্লোজআপ শট দিতে পারি। আমি অভিনয় জানি।’ সুনীল শেট্টিও তখন বলে। ও ওখানে উপস্থিত ছিল। ওর বিষয়টি মোটেও ভালভাবে নেয়নি। ও বলে, ‘আমি আসব কি কিউ দিতে?’ এখান থেকেই বোঝা যায় ইন্ডাস্ট্রিতে ভাল মানুষও আছে। সুনীল মারতে গিয়েছিল তাকে।’’

একই বছরে তনুশ্রীর অভিষেক সিনেমা ‘আশিক বানায়া আপনে’ ও ‘চকোলেট’ একসঙ্গে মুক্তি পেয়েছিল। এই সপ্তাহেই নানা পাটেকরের প্রসঙ্গে বলতে গিয়ে তনুশ্রী বলেছিলেন, ‘‘নানা পাটেকর আমাকে হাত ধরে শেখাতে চেয়েছিল কী ভাবে নাচতে হয়। আমি শুনিনি। তখন গুন্ডা পাঠিয়ে আমার মেকভ্যানের উপর আক্রমণ চালিয়েছিল।’’ এমনিতে নানা পাটেকর সম্পর্কে এই অভিযোগ নতুন নয়। মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহারের নজির অনেক আছে তাঁর। সেখানে আবার উল্টো অভিজ্ঞতা তনুশ্রীর। ওই একই সেটে কাজ করছিলেন অক্ষয় কুমার আর রজনীকান্ত। কিনতু কেউই প্রতিবাদ করেননি।

কিন্তু এই তনুশ্রীর সমর্থনেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন মিসেস অক্ষয় কুমার টুইঙ্কল খান্না, প্রিয়ঙ্কা চোপড়া, পরিনিতি চোপড়া, রিচা চাড্ডা, অনুরাগ কাশ্যপ, অনিল কাপুর, সোনম কাপুর, ফারহান আখতারের মতো অনেক বড় বলিউড নামকেই এই বিষয়ে পাশে পেয়েছেন তনুশ্রী দত্ত। হয়তো এটাই তনুশ্রী নতুন করে সাহস দেবে বলিউডে ফেরার। যে ভয় তাঁকে দুরে সরিয়ে নিয়ে গিয়েছে তার থেকে নিজেকে বের করে আবার মুখ খুলেছেন তনুশ্রী। এর পর জল যে আরও গড়াবে  তা নিশ্চিত। তবে প্রতিবাদও জরুরি সেটা বুঝিয়ে দিয়েছেন তনুশ্রী।