‘কালিকাপ্রসাদ বলত দোহার একদিন লোক গানের মিউজিয়াম হয়ে উঠবে’

কালিকাপ্রসাদওয়েব সিরিজের শুটে টিম দোহার।—নিজস্ব চিত্র।

সোনালী দত্তগুপ্ত

 


একদিন সকালের আকাশ দেখা দিয়েছিল একরাশ যন্ত্রণা নিয়ে। আকাশের ঠিকানায় খবর এসেছিল কালিকাপ্রসাদ আর নেই।  গান গেয়ে ফিরছিলেন। গাড়িটা উল্টে গেল। ড্রাইভারের পাশেই বসে ছিলেন কালিকা। গাড়ির সামনে বসতে ভাল বাসতেন। সবার সামনে থেকে দু’হাত দিয়ে দলকে রক্ষা করতেন। সেদিনও তাই করেছিলেন। সবাই বেঁচে গেলেন, চলে গেলেন কালিকা। রেখে গেলেন একটা স্বপ্ন। যার নাম ‘দোহার’। সেই স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন দলের বাকিরা। এ বার নতুন উদ্যোগ।

দোহারের সঙ্গে নতুন করে পরিচয় ঘটানোর দিন আজ আর নেই। বহু পরিচিত লোকগানের ব্যান্ড দোহার। কালিকাপ্রসাদ ভট্টাচার্যর হাত ধরে ১৯৯৯ সালের ৭ অগস্ট জন্ম হয় দোহারের। অনেক পথ পেরিয়ে দোহার আজ প্রতিষ্ঠিত। এরই মাঝে দোহারের প্রাণপুরুষ কালিকাপ্রসাদের অসময়ে চলে যাওয়া। কিন্তু লক্ষ্যে পৌঁছনোর নেশায় এগিয়ে চলেছে দোহার পরিবার। এই পরিবারের গল্প এবার বাধা পড়তে চলেছে ওয়েব সিরিজে।

অরিজিতের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আগামী ৭ অগস্ট মুক্তি পাবে ‘জার্নি অফ দোহার’ নামের ওয়েব সিরিজটি। যাতে দোহারের অনেক অজানা গল্প লুকিয়ে থাকবে। প্রসঙ্গত ‘দোহার’ নামটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভীক মজুমদারের দেওয়া। অনেক সুপ্ত প্রতিভাকে রীতিমতো তুলে এনে তাদের জায়গা দিয়েছেন দোহার পরিবারের প্রাণপুরুষ কালিকাপ্রসাদ। পরিবারে তিনি আজ  সশরীরে না থাকলেও আছেন সকলের মননে-চিন্তনে। তার দেখানো পথেই গতিশীল দোহার পরিবার।  সিরিজটির পরিচালক অরিজিৎ মুখোপাধ্যায়। সম্প্রতি সামনে এসেছে ট্রেলার।

যকন কালিকা ছিলেন।

ট্রেলারে শিল্পীরা নিজেদের দোহারের সঙ্গে একাত্ম হওয়ার কথা বলেছেন মন খুলে। সিরিজের শুটিং হয়েছে কালিকাপ্রসাদের বাড়িতেই। ট্রেলারে কালিকাপ্রসাদের স্ত্রী ঋতচেতা ভট্টাচার্য বলেন,”প্রসাদ বলত দোহার একদিন লোকগানের মিউজিয়াম হয়ে উঠবে। যেখানে এই প্রজন্মের ছেলে-মেয়েরা আসবে লোকগানের পাঠ নিতে। দোহারের কাজকর্ম নিয়ে একটা আর্কাইভ করার ইচ্ছে ছিল প্রসাদের। ওর সেই ইচ্ছে পূরণে এবং তার দেখানো পথে রোজ এগিয়ে চলেছে দোহার পরিবার। থেমে নেই কেউ।”
বন্ধুর দেশে, বাংলার গান শিকড়ের টান, রূপসাগরে, বাংলা, মাটিশ্বর, মাটির খেলা, বাউল ফকিরের রবীন্দ্রনাথ, সহস্র দোতারা, উনিশের ডাক অ্যালবামগুলি মন কেড়েছে লোকগীতি মনস্ক শ্রোতার।

সব কিছু ‘খারিজ’ করে চলে গেলেন রমাপদ চৌধুরী

দোহারের অজানা অনেক গল্প এবার সামনে আসবে সকলের। ‘জার্নি অফ দোহার’-এর পরিচালক অরিজিৎ মুখোপাধ্যায়। সহ পরিচালক মেঘা চক্রবর্তী, সিনেমাটোগ্রাফার অরুণ সরকার, চিত্রনাট্য লিখেছেন তন্ময় দে, সম্পাদনা অনিকেত।

আগামী ৭ অগস্ট ঠিক বিকেল সাড়ে ৫ টায় ইউটিউব চ্যানেল অরিজিৎ অফিশিয়ালে রিলিজ হবে ‘জার্নি অফ দোহার’।