গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায় কোভিড আক্রান্ত হয়ে প্রায় ৮০ শতাংশ দৃষ্টি হারালেন

গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায়

জাস্ট দুনিয়া ব্যুরো: গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায় অনেকটাই হারিয়ে ফেলেছেন তাঁর দৃষ্টিশক্তি। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেেন গায়িকা। তার পরই হঠাৎ তিনি টের পান তাঁর বাঁ চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে। আর একদিনের মধ্যে সেই চোখের দৃষ্টিশক্তি তিনি ৮০ শতাংশ হারিয়ে ফেলেছেন। ফেসবুকে পোস্ট করে তিনি তাঁর পরিস্থিতির কথা সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন। সঙ্গে সবাইকে সাবধান হতে বলেছেন নিজের পরিস্থিতির কথা জানিয়ে। পরমা লেখেন, ‘‘কোভিড থেকে সাবধান। আক্রান্ত হওয়ার পর হয়তো প্রাণ থাকবে কিন্তু হঠাৎ করেই হতে পারে অঙ্গহানি। এর ফল দীর্ঘকালিন।’’

তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পরের ছবি তিনি পোস্ট করেছেন। পরমা লেখেন, ‘‘গত সপ্তাহে হঠাৎই জ্বর আসে। ডাক্তারদে উপদেশে বিভিন্ন পরীক্ষা করা হয়।  কিন্তু কোনও সংক্রমণ ধরা পড়ে না। অ্যান্টিবায়োটেক চলে। গত শুক্রবার থেকে শুরু বয় সমস্যা। হঠাৎই চোখে ঝাপসা দেখতে শুরু করি। একটু ভারীও লাগছিল চোখ। পরবর্তীতে কিছুই দেখতে পাচ্ছি না। জ্বর নেই, ব্যথাও না। ৮০ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি।’’

তিনি জানিয়েছেন, চোখের সমস্যা দেখা দিতেই তিনি আই সার্জেন ডাক্তার অভিজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন। তিনি আবার পরমার বন্ধুও। তিনিই পরমাকে হাসপাতালে ভর্তি হতে বলেন। পরীক্ষার পর জানা যায় ভিএইচকে সিন্ড্রোম নামে এক চোখের রোগে আক্রান্ত তিনি। যা দৃষ্টিশক্তি পুরোপুরি চলে যাওয়ার জন্য যথেষ্ট। তবে চলছে বিভিন্ন রকমের চিকিৎসা যাতে পুরোপুরি তাঁর দৃষ্টি শক্তি চলে না যায়। তবে চিন্তায় রয়েছেন গায়িকা।

পরমার পোস্ট ছড়িয়ে পড়তে প্রচুর ফোন আসতে শুরু করে তাঁর কাছে। তাঁর ডাক্তারের কাছেও অনেকে ফোন করেছেন বলেই মনে হচ্ছে পরমার পরবর্তী পোস্টে। এই পরিস্থিতিতে পরমা তাঁর আগের পোস্টটি ডিলিট করে দিয়ে নতুন একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘‘দয়া করে আমার চিকিৎসককে ফোন করবেন না। আমার শরীর কেমন থাকে তা আমি নিজেই জানাব। আমার জন্য প্রার্থণা করুন।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)