শার্লিন চোপড়া পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে, পর্ন-কাণ্ডে শাস্তি চান দোষীদের

শার্লিন চোপড়াশার্লিন চোপড়া

জাস্ট দুনিয়া ডেস্ক: শার্লিন চোপড়া পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে। শুক্রবার তাঁকে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি-মামলায়  জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। প্রায় ৮ ঘণ্টা জেরার পর তাঁকে থানা থেকে বেরতে দেখা গিয়েছে। বাইরে বেরিয়ে যদিও তিনি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। শার্লিনের কথায়, ‘‘কয়েক দিন আগে তদন্তকারী অফিসারেরা আমাকে ভারতীয় দণ্ডবিধির ১৬০ ধারায় একটি শমন  পাঠিয়েছিলেন। তাই আমি আজ তদন্তকারী অফিসারদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমার কাছে ওঁরা আর্মসপ্রাইম মিডিয়া এবং রাজ কুন্দ্রা সম্পর্কে সবিস্তারে জানতে চান। যা জানতে চাওয়া হয়েছিল, আমি সব বলেছি।’’

শার্লিন চোপড়া এ দিন বেলা সাড়ে ১১টা নাগাদ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের দফতরে পৌঁছন। তিনি পৌঁছনোর প্রায় সঙ্গে সঙ্গেই তদন্তকারীরা তাঁকে জিজ্ঞাসাবাদের কাজ শুরু করেন। শার্লিন বলেন, ‘‘আমার সঙ্গে আর্মসপ্রাইম মিডিয়ার কী ধরনের চুক্তি ছিল, কাজের ক্ষেত্রে কোন শর্তাবলী প্রযোজ্য হত, সে সব সম্পর্কে জানতে চান তদন্তকারীরা। এমনকি আর্মসপ্রাইম মিডিয়ার সঙ্গে আমি কতগুলো ভিডিয়ো করেছি, তা-ও জানতে চেয়েছিলেন ওঁরা। কনটেন্ট প্রোডাকশনে আর কারা কারা কাজ করেছেন, সে সম্পর্কেও তদন্তকারীরা জানতে চেয়েছেন।’’

তদন্তকারীরা শার্লিনের কাছে এ-ও জানতে চেয়েছেন, তাঁর সঙ্গে রাজের সম্পর্ক ঠিক কেমন ছিল। গত সপ্তাহ থেকেই রাজ পুলিশি হেফাজতে রয়েছেন। শার্লিনের কথায়, ‘‘আমার কাছে ওঁরা জানতে চান, রাজ কুন্দ্রার সঙ্গে আমার কেমন সম্পর্ক ছিল!’’ রাজের অন্যান্য কোম্পানিগুলো সম্পর্কেও শার্লিনের কাছে জানতে চেয়েছেন তদন্তকারীরা। তিনি বলেন, ‘‘সারা দিন এই সব তথ্য দিতেই চলে গেল। আমি তা-ও ওঁদের বলেছি, এর পরেও যদি কিছু জিজ্ঞাস্য থাকে, ওঁরা সেটাও আমাকে করতে পারেন। কারণ, এই পর্নগ্রাফি চক্রের শিকার যে মেয়ে এবং শিল্পীরা হয়েছেন, তাঁদের সকলে যাতে ন্যায় বিচার পা‌ন, আমিও সেটা চাই।’’

তবে এ সবের মধ্যেই অভিনেত্রী রাখি সাবন্তের বিরুদ্ধে তোপ দেগেছেন শার্লিন। তাঁর কথায়, ‘‘রাখি সাবন্তের মতো কেউ কেউ আলটপকা কিছু মন্তব্য করে ফেলেন। তাঁরা রাজ কুন্দ্রা এমন, শিল্পা শেট্টি এমন, জয় জয়কার করেন। এটা ঠিক নয়। সত্য যাচাই না করে এমন সব মন্তব্য কোনও ভাবেই করা উচিত নয়।’’ শার্লিনের মতে, এই মামলাটি কোনও ভাবে কারও বিরুদ্ধে প্রতিশোধ স্পিহা থেকে নয়, এটা পর্নোগ্রাফিক চক্র ভাঙার জন্য একটা বড় উদ্যোগ।


প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)