বলিউড পরিচালক রাজকুমার হিরানি এ বার মিটু-র কেন্দ্রে

বলিউড পরিচালক রাজকুমার হিরানিরাজকুমার হিরানি

জাস্ট দুনিয়া ডেস্ক: বলিউড পরিচালক রাজকুমার হিরানি নাকি গত ছ’মাস ধরে যৌন হেনস্তা করেছেন তাঁর এক সহকর্মীকে। সম্প্রতি বলিউডে বার বারই ঘুরে ফিরে উঠছে যৌনহেনস্তার ভুরি ভুরি খবর। এ বার সেই তালিকায় ঢুকে পড়লেন বিখ্যাত এই পরিচালকও। তাঁরই প্রোডাকশন হাউসে কাজ করা এক কর্মী এই অভিযোগ এনেছেন। তাঁর শেষ ছবি ‘সঞ্জু’ তৈরির সময়ের ঘটনা। ২০১৮ সালের মার্চ থেকে সেপ্টেম্বরের ঘটনা বলে জানিয়েছেন সেই কর্মী। যদিও পরিচালক তাঁর উকিলের মাধ্যমে এক বার্তায় সব অভিযোগ অস্বীকার করেছেন।

খবর অনুযায়ী সেই মহিলা সঞ্জু সিনেমার প্রযোজক বিধু বিনোদ চোপড়া, তাঁর স্ত্রী এবং ফিল্ম সমালোচক, স্ক্রিন রাইটার অনুপম চোপড়া ও অভিজিৎ জোশীকে ই-মেল করে রাজকুমার হিরানি তাঁর সঙ্গে কী ব্যবহার করেছেন তা জানান। ছবির পোস্ট প্রোডাকশনের সময়ের ঘটনা বলে দাবি সেই মহিলার। সেই ই-মেলে তিনি লেখেন, ‘‘আমার মনে আছে সেদিন আমি বলেছিলাম, স্যার এটা ঠিক নয়… আপনার ক্ষমতা রয়েছে, আমি সামান্য সহকারি, আমি কেউ নই। আমি কখনও আপনার সামনে নিজেকে মেলে ধরতে পারিনি। আমার মন, শরীর ও হৃদয় চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাত থেকে টানা পরের ছ’মাস ধরে।’’

হাফপোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মহিলা জানিয়েছেন, ভাল ব্যবহার করা ছাড়া তাঁর আর কোনও উপায় ছিল না। কারণ তাঁর চাকরী সমস্যায়পড়ে যেত। তিনি বলেন, ‘‘আমি ভাল ব্যবহার করতে বাধ্য ছিলাম। কারণ আমি জানতাম মাঝ পথে যদি আমি কাজ ছেড়ে দিই তা হলে এই ইন্ডাস্ট্রিতে আর চাকরী পাওয়া সম্ভব হবে না। কারণ তা হলে তিনি আমার কাজ সম্পর্কে খারাপ মন্তব্য করবেন। যদি হিরানি বলে, আমি ভাল নই, তাহলে সবাই বিশ্বাস করবে। আমার ভবিষ্যৎ সঙ্কটে পড়ে গিয়েছিল।’’

গায়িকা সোমলতা ধূপগুড়িতে অনুষ্ঠান করতে গিয়ে চূড়ান্ত হেনস্থা, দেখুন ফেসবুক লাইভ

সব অভিযোগ অস্বীকার করে রাজকুমার হিরানি বলেন, ‘‘আমি অবাক। যখন দু’মাস আগে এই অভিযোগ তোলা হয় তখনই আমি আইনি পথে যাওয়ার কথা বলেছিলাম। সংবাদ মাধ্যমের কাছে যাওয়ার আগে কোনও লিগ্যাল বডির কাছে যাওয়ার কথা বলেছিলাম। আমি এই সব অভিযোগ অস্বীকার করে বলছি এটা আমার সম্মান নষ্ট করার প্রচেষ্টা।’’

বলিউড পরিচালক রাজকুমার হিরানি সরাসরি কথা না বলে পুরোটাই তাঁর উকিলের মাধ্যমে করছেন। তাঁর উকিল সংবাদ মাধ্যমকে একটি প্রিন্ট আউট ধরিয়ে দেন। সেখানে গত ছ’মাস তাঁর সঙ্গে অভিযোগকারিনীর টেক্সট মেসেজের কথপোকথন ধরা রয়েছে। উকিল আনন্দ দেশাই বলেন, এই কথপোকথনই বলে দেবে অভিযোগ পুরোপুরি ভ্রান্ত।

এই অভিযোগের পর ‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ সিনেমার পোস্টার থেকে নাম সরিয়ে দেওয়া হয়েছে বলিউড পরিচালক রাজকুমার হিরানির নাম। সেই সিনেমার সহ-প্রযোজক তিনি। এই ছবিতে রয়েছেন সোনম কাপুর, অনিল কাপুর, রাজকুমার রাও ও জুহি চাওলা।

(বিনোদনের বাকি সব খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে)