রুমা গুহঠাকুরতা প্রয়াত, অভিনেত্রী-গায়িকার বয়স হয়েছিল ৮৪

রুমা গুহঠাকুরতা প্রয়াতরুমা গুহঠাকুরতা প্রয়াত

জাস্ট দুনিয়া ডেস্ক: রুমা গুহঠাকুরতা প্রয়াত, সোমবার ভোরে ঘুমের মধ্যেই মারা গেলেন ক্যালকাটা ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৩৪-এ কলকাতায় জন্ম হয় রুমার। বাবা সত্যেন ঘোষ এবং মা সতী ঘোষ সংস্কৃতি জগতের মানুষ। ১৯৫২-য় সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সঙ্গে রুমার বিয়ে হয়। ১৯৫৮-য় তাঁদের বিচ্ছেদও হয়ে যায়। কিশোর-রুমার ছেলে গায়ক অমিত কুমার। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৬০-এ রুমা বিয়ে করেন অরূপ গুহঠাকুরতাকে। রুমা-অরূপের সন্তান গায়িকা শ্রমণা চক্রবর্তী, অয়ন গুহঠাকুরতা।

কিছু দিন আগেই অমিতের বাড়িতে গিয়েছিলেন রুমা। মাস তিনেক সেখানেই ছিলেন। দিন কয়েক আগে কলকাতায় ফেরা। ৩৮ বালিগঞ্জ প্লেসে ভোর সওয়া ছ’টা নাগাদ মারা যাওয়ার পর বিকেলের দিকে অমিত আসেন কলকাতায়। তার পর এ দিন সন্ধ্যায় কেওড়াতলা শ্মশানে রুমাদেবীর শেষকৃত্য সম্পন্ন হয়। রুমাদেবীর দেওর সুদেব গুহঠাকুরতা জানিয়েছেন, বড় কোনও অসুস্থতা না থাকলেও বার্ধক্যজনিত কারণেই মারা গিয়েছেন রুমা।

জাস্ট দুনিয়ার অন্যান্য খবর পড়তে ক্লিক করুন…

ক্যালকাটা ইয়ুথ কয়্যারের প্রতিষ্ঠাতা ছিলে রুমাদেবী। গণসঙ্গীতের দুনিয়ায় তাঁর অবদান ছিল অসামান্য। তাঁর গাওয়া দু’টি গান ‘‘বিস্তীর্ণ দু’পারে’’ এবং ‘‘ভারতবর্ষ সূর্যের এক নাম’’ বাঙালি মনে ভাস্বর। দেবব্রত বিশ্বাসের ছাত্রী ছিলেন রুমা। ‘অমৃত কুম্ভের সন্ধানে’, ‘বাঘিনী’, ‘পলাতক’-সহ আরও বেশ কিছু বিখ্যাত ছবিতে গান গেয়েছেন তিনি।

অভিনেত্রী হিসাবেও সুনাম ছিল তাঁর। সত্যজিৎ রায়, তপন সিংহ, তরুণ মজুমদার, রাজেন তরফদার— বাংলার বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘গঙ্গা’, ‘শাখাপ্রশাখা’, ‘আরোগ্য নিকেতন’, ‘আশিতে আসিও না’, ‘অভিযান’, ‘পলাতক’, ‘বাঘিনী’, ‘নির্জন সৈকতে’, ‘বালিকা বধূ’, ‘পার্সোন্যাল অ্যাসিস্ট্যান্ট’, ‘দাদার কীর্তি’, ‘হংসমিথুন’, ‘ত্রয়ী’, ‘৩৬ চৌরঙ্গী লেন’-সহ বহু বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুমাদেবী। বেশ কয়েকটি হিন্দি ছবিতেও কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য— ‘জোয়ার ভাটা’, ‘মশাল’, ‘আফসর’, ‘রাগ রং’।

রুমা গুহঠাকুরতা প্রয়াত, খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সকালে রুমা গুহঠাকুরতার বালিগঞ্জের বাড়িতেও যান মুখ্যমন্ত্রী।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

১৯৩৪-এ কলকাতায় জন্ম হয় রুমার। বাবা সত্যেন ঘোষ এবং মা সতী ঘোষ সংস্কৃতি জগতের মানুষ। ১৯৫২-য় সঙ্গীত শিল্পী কিশোর কুমারের সঙ্গে রুমার বিয়ে হয়। ১৯৫৮-য় তাঁদের বিচ্ছেদও হয়ে যায়। কিশোর-রুমার ছেলে গায়ক অমিত কুমার। কিশোরের সঙ্গে বিচ্ছেদের পর ১৯৬০-এ রুমা বিয়ে করেন অরূপ গুহঠাকুরতাকে। রুমা-অরূপের সন্তান গায়িকা শ্রমণা চক্রবর্তী, অয়ন গুহঠাকুরতা।