টিভিতে ফিরছেন

রিচার্ড গ্যেররিচার্ড গ্যের

ডোডো রে


আবার বছর ৩০ পর…

ফিরছেন ছোটপর্দায়

কে?

রিচার্ড গ্যের

হলিউডের কিংবদন্তি তারকা রিচার্ড ফিরছেন মাদার ফাদার সনটিভি সিরিজে। নির্মাতা লন্ডনের বিবিসি স্টুডিয়েজ ড্রামা।

আট পর্বের এই অরিজিন্যাল ড্রামায় রিচার্ডের চরিত্রের নাম ম্যাক্স। কাহিনিতে তিনি এক জন প্রতিষ্ঠিত মার্কিনি ব্যবসায়ী।

‘‘প্রায় ৩০ বছর হয়ে গিয়েছে আমি শেষ বার টিভিতে অভিনয় করেছিলাম… এখন বিবিসির সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই তৃপ্ত। একাধিক প্রতিভার সঙ্গে কাজ করার সুযোগটা এক দারুণ অনুরণন তৈরি করেছে!’’ বলেছেন স্বয়ং রিচার্ড গ্যের।

বিলেত-সহ এই ম্যাক্স-এর আছে মিডিয়া আউটলেট। তা ছড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। নিজের বাবার পদাঙ্ক অনুসরণ করে ম্যাক্স চাইছেন দুনিয়ার প্রভাবশালী ব্যক্তি হয়ে উঠতে।

অর্থাৎ ধারাবাহিকের গল্পটা ঘুরপাক খাচ্ছে মিডিয়া সাম্রাজ্য নিয়েই।

প্রিটি উওম্যান’, ‘আমেরিকাল জিগোলো’, ‘রানওয়ে ব্রাইডবা অস্কারপ্রাপ্ত চিকাগোর মতো অজস্র হলিউডি ছবির অন্যতম অভিনেতা রিচার্ড এই ৬৮ বছর বয়সেও বিশ্বব্যাপী মহিলাদের হার্টথ্রব।

সমাজকর্মী ও বৌদ্ধ ধর্মাবলম্বী হিসাবেও রিচার্ডের পরিচিতি বিশ্ব জুড়ে। ২০১৭-এও মুক্তি পেয়েছে তাঁ দুটি ছবি দ্য ডিনারএবং থ্রি ক্রাইস্টস

আমিরের আমিরি-গরিবি, মিস্টার পারফেকশনিস্টের ৩০ বছর

বড় পর্দার এমন ব্যস্ত অভিনেতা দীর্ঘ ব্যবধানে টিভির ধারাবাহিকে অভিনয় করতে সক্ষম হলেন, সেটাই বেশ অবাক করেছে বিশ্বব্যাপী রিচার্ড ভক্তদের।

মাদার ফাদার সন’-এর শুটিং শুরু হবে এই গ্রীষ্মেই সন্ডনে এবং স্পেনের কিছু অংশে।

বাস্তব ঘটনার ভিত্তিতেই সাজানো হচ্ছে ধারাবাহিকটির চিত্রনাট্য। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে রিচার্ডকে দেখার জন্য নিশ্চিত ভাবেই মুখিয়ে থাকবেন দর্শকরা।