এক দুই তিন… ফের পর্দায় আসছে কি গুপী এবং বাঘা?

এক-দুই-তিনএক-দুই-তিন

ডোডো রে


ফিরে আসার লড়াই।

বা বলা ভাল, ফিরিয়ে আনার প্রতিযোগিতা।

কিন্তু, কাকে?

বহু দিন আগে বাংলা সিনেমায় যারা পেয়েছিল ভূতের রাজার বর!

এক-দুই-তিন!

 

উপেন্দ্রকিশোরের লেখা, সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন সত্যজিৎ রায়। তৈরি হয়েছিল ‘গুপী গাইন বাঘা বাইন’।

সত্যজিৎ আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন ফ্রাঞ্চাইজি। তৈরি করেছিলেন ‘হীরক রাজার দেশে’।

পরবর্তী কালে সত্যজিৎ-পুত্র সন্দীপ রায় ফিরিয়ে এনেছিলেন অমর জুটিকে, তাঁর পরিচালনায় ‘গুপী বাঘা ফিরে এল’তে।

 

সেই গুপীও নেই, নেই সেই বাঘাও। অর্থাৎ ‘গুপী’রূপী তপেন চট্টোপাধ্যায় আর ‘বাঘা’ অর্থাৎ রবি ঘোষ প্রয়াত হয়েছেন অনেক দিন। স্রষ্টা সত্যজিৎও নেই আর আমাদের মধ্যে।

সন্দীপ রায় আর চেষ্টা করেননি গুপী-বাঘা চরিত্রে অন্য কাউকে নিয়ে নতুন ছবি করতে।

কিন্তু তিনি না করলেও অন্যেরা কিন্তু চুপ করে বসে নেই।

রচয়িতা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায় বেশ কিছু দিন ধরেই গুপী-বাঘাকে নিয়ে নতুন চিত্রনাট্য লিখছেন।

অরিজিৎ দত্ত-র দাদু নেপাল দত্ত ছিলেন সত্যজিতের ‘গুপী গাইন বাঘা বাইন’ ছবির প্রযোজক। অনিন্দ্য কাজ এগোচ্ছিলেন অরিজিতের সঙ্গে কথা বলে।

মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন তাঁর প্রযোজনায় একগুচ্ছ নতুন ছবির। যার মধ্যে অন্যতম, গুপী-বাঘাকে ফিরিয়ে আনার একটি নতুন ছবি। কিন্তু, সে ছবি কে পরিচালনা করবেন টলিউডের বুম্বাদা তা এখনও জাননানি।

‘বাবার নাম গান্ধীজি’খ্যাত তরুণ পরিচালক পাভেলও নাকি গুপী-বাঘাকে নিয়ে একটি চিত্রনাট্য লিখে ফেলেছেন। ‘আবার হীরক দেশে’ নাম দিয়ে সেই চিত্রনাট্য তিনি মুম্বইয়ে নথিভুক্তও করিয়েছেন, লেখক অ্যাসোসিয়েশনে।

ভিতরের খবর বুম্বাদা নাকি অনিন্দ্যকেই প্রস্তাব দিয়েছেন।

অন্য দিকে, ‘বাবার নাম গান্ধীজি’খ্যাত তরুণ পরিচালক পাভেলও নাকি গুপী-বাঘাকে নিয়ে একটি চিত্রনাট্য লিখে ফেলেছেন। ‘আবার হীরক দেশে’ নাম দিয়ে সেই চিত্রনাট্য তিনি মুম্বইয়ে নথিভুক্তও করিয়েছেন, লেখক অ্যাসোসিয়েশনে।

এ-ও শোনা যাচ্ছে পাভেল নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে সেই চিত্রনাট্য শুনিয়েছিলেন এবং প্রসেনজিতের ব্যানারেই সেই ছবি করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ব্যোমকেশ, কিরীটী নিয়ে ইদানীং যে রকম টানাটানি চলছে, গুপী বাঘাকে নিয়েও ভবিষ্যতে তেমনটাই হলে বাংলা সিনেমার পক্ষে কি ভাল হবে? না কি খারাপ?

তা হলে?

তিন বর না কি সকলে মিলে এক বর?

আপাতত ঠিক বোঝা যাচ্ছে না।

তবে, ব্যোমকেশ, কিরীটী নিয়ে ইদানীং যে রকম টানাটানি চলছে, গুপী বাঘাকে নিয়েও ভবিষ্যতে তেমনটাই হলে বাংলা সিনেমার পক্ষে কি ভাল হবে? না কি খারাপ? সে বিচার করবেন দর্শকরাই।

মন ছোঁবে কি ‘আহারে মন’, মুক্তি পেল ট্রেলার