রেখা’র বাংলো সিল করা হল করোনার কারণে, ঝোলানো হল কন্টেনমেন্ট জোনের নোটিস

রেখা’র বাংলোরেখা

জাস্ট দুনিয়া ডেস্ক: রেখা’র বাংলো সিল করে দিল বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন। শুধু তাই নয়, গোটা এলাকায় জীবাণুনাশক স্প্রে করে বাংলোর গায়ে ঝুলিয়ে দেওয়া হল কন্টেনমেন্ট জোনের নোটিস।

মুম্বইয়ের বান্দ্রা এলাকার ব্যান্ডস্ট্যান্ডে রেখার ওই বাংলোর নাম ‘সি স্প্রিংস’। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রেখার ওই বাংলোর নিরাপত্তার দায়িত্বে দু’জন নিরাপত্তরক্ষী আছেন। তাঁদেরই এক জনের কয়েক দিন আগে করোনা পজিটিভের রিপোর্ট আসে। এর পর তাঁকে মুম্বইয়েরই একটি হাসপাতালে ভর্তি করা হয়।


করোনাভাইরাস সংক্রান্ত সব খবর জানতে এখানে ক্লিক করুন

এর পর পুরসভার তরফে গোটা এলাকা স্যানিটাইজ করা হয়। সিল করে দেওয়া হয় রেখা’র বাংলো। বাংলোর গায়ে ঝুলিয়ে দেওয়া হয়, ‘কন্টেনমেন্ট জোন’-এর নোটিস। যদিও এ ব্যাপারে রেখা বা তাঁর মুখপাত্র, কেউই কিছু বলেননি।

এর আগে জাহ্নবী কাপুর, করণ জোহর এবং আমির খানের বাড়ির পরিচারিকাদের কয়েক জনের করোনা ধরা পড়ায়, ওই তারকাদের বাড়িও সিল করে দিয়েছিল প্রশাসন।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)