রনবীর সিং ধরা পড়ল ওল্ড ট্রাফোর্ডের লাইভ ক্যামেরায়, এখন তিনি ৮৩-র নায়ক

রনবীর সিং

জাস্ট দুনিয়া ডেস্ক: রনবীর সিং না? ক্যামেরা তাঁর মুখে তাক করতেই গ্যালারি জুড়ে ইন্ডিয়া ইন্ডিয়া চিৎকারের মাঝে হঠাৎই শোনা গেল রনবীর রনবীর। আসলে বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার সুযোগটা কোনওভাবেই ছাড়তে চাননি এই বলিউড তারকা। অনেকের মতই তিনি হাজির হয়েছিলেন দেশের জন্য গলা ফাটাতে। দেখা গেল পুরো ম্যাচে তাঁকে দেশের হয়ে চিৎকার করতে। আর ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে বসে তিনি দেখলেন ভারতের দুরন্ত সেই জয়। যেখানে পাকিস্তানকে দুরমুশ করে বিশ্বকাপের ইতিহাসকে আরও কঠিন করল ভারতীয় ক্রিকেট দল। একশো শতাংশ জয়ের রেকর্ড। ৭-০তে এগিয়ে এখনও ভারত। এই ইতিহাস বদলানো পাকিস্তানের পক্ষে অসম্ভবেরই সামিল।

(বিনোদনের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে)

আসলে সদ্য ক্রিকেটের সঙ্গে ভীষনভাবে জড়িয়ে গিয়েছেন রনবীর সিং। ক্রিকেটপ্রেম তো ছিলই কিন্তু এভাবে জড়িয়ে ছিলেন না কখনও। আসলে কপিল দেবের ১৯৮৩ বিশ্বকাপ জয়ের উপর তৈরি হচ্ছে সিনেমা। আর সেখানে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে রনবীর সিংকেই। তাই আপাতত তাঁর সময় কাটছে ক্রিকেটের মধ্যেই। সেখানে মাঝে মাঝেই দেখা হচ্ছে ১৯৮৩-র সেই ঐতিহাসিক বিশ্বকাপ জয়ের নায়কদের সঙ্গে। আর ম্যানচেস্টারেও দেখা হয়ে গেল বর্তমান ও প্রাক্তন অনেক তারকার সঙ্গে। যাঁদের সকলের সঙ্গেই ছবি তুলে পোস্ট করলেন তিনি। সেখানে সটিন, সৌরভ, লারা, বিরাট, হার্দিক সকলেই রয়েছেন। আসলে রনবীর এখন বলিউডের থেকে অনেকবেশি ক্রিকেটের।

দেখুন ভারত-পাকিস্তান ম্যাচের সেই ভিডিও যা পোস্ট করলেন রনবীর