Rafiath Rashid Mithila গ্রেফতার হতে পারেন সৃজিতের স্ত্রী

Rafiath Rashid Mithila

জাস্ট দুনিয়া ডেস্ক: চিত্রপরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী Rafiath Rashid Mithila গ্রেফতার হতে পারেন। একটি ই-কমার্স সংস্থা ইভ্যালির এক গ্রাহক প্রতারণার মামলা করেছেন বেশ কয়েক জন তারকার নামে। তাঁদের অন্যতম রাফিয়াথ রশিদ মিথিলা। শুক্রবার তিনি জানিয়েছেন, মামলা যে হয়েছে সেটা তাঁর জানা ছিল না। বেশ কয়েকটি খবরের ওয়েবসাইট দেখে বিষয়টি তিনি জানতে পেরেছেন।

সংবাদমাধ্যমকে মিথিলা জানিয়েছেন, শুক্রবার সকালে কয়েকটি ওয়েবসাইটে তিনি দেখেন ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই তালিকায় তিনিও আছেন। পরে সাংবাদিকদের কাছ থেকেই বিষয়টি তিনি জানতে পেরেছেন বলে জানান মিথিলা। ওই মামলাটি হয়েছে গত ৪ ডিসেম্বর। তবে তিনি এখনও পর্যন্ত কোনও আইনি নোটিস পাননি।

জানা গিয়েছে, ই-কমার্স সংস্থা ইভ্যালির এক গ্রাহক মামলা করেছেন অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান রহমান খান, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়ার নামে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ডেপুটি কমিশনার সাজ্জাদুর রহমান জানিয়েছেন, প্রতারণার ওই মামলার তদন্ত চলছে। তথ্যপ্রমাণ পেলে যে কোনও সময় গ্রেফতার হতে পারেন ওই তিন জন।

Rafiath-Rashid-Mithila

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধানমন্ডি থানায় গত ৪ ডিসেম্বর একটি প্রতারণার মামলা করেন ইভ্যালির গ্রাহক সাদ স্যাম রহমান। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়। স্যামের করা মামলায় নজরদারিতে রয়েছেন তাহসান, মিথিলা এবং শবনম। চলতি বছরের মার্চে দু’বছরের জন্য ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে চুক্তিবদ্ধ হন তাহসান। কিন্তু গ্রাহকদের এতই অভিযোগ ছিল যে, তিন মাসের মধ্যে নিজে থেকে সেই চুক্তি বাতিল করেন বলে জানিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান।

একটি সংবাদমাধ্যমকে তাহসান বলেন, ‘যাঁরা ভুক্তভোগী, তাঁরা তো ভুগছেন। আমিও ভুগছি। অনেক রকম ভাবে নিগৃহীত হচ্ছি এই ইভ্যালির কারণে। কিন্তু আমি তো আমার দায়বদ্ধতার কারণে ঠিক কাজই করেছিলাম। বেরিয়ে এসেছিলাম। তা হলে এখন আমাকে কেন নিগৃহীত হতে হচ্ছে?’’

তিনি আরও বলেন, ‘‘গত ২০ বছরে বিনোদন জগতে সম্মানের সঙ্গে এত কাজ করলাম। এত কোম্পানির সঙ্গে করলাম। আজ এই একটা কোম্পানির জন্য আমাকে যে পরিমাণ ভুগতে হচ্ছে, সেটা তো আসলে অনাকাঙ্ক্ষিত।’’

তাহসানের কথায়, ‘‘কী আর করব! অনেক মানুষ সাফার করছেন, আমিও করছি। যাদের কারণে আমি এই জায়গায় পৌঁছলাম এবং আমাকে এ ভাবে নিগৃহীত হতে হচ্ছে, তাদের বিরুদ্ধে মামলা করব।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)