Pori Moni আইনি নোটিস পাননি, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

Pori Moni

জাস্ট দুনিয়া ডেস্ক: Pori Moni আইনি নোটিস পাননি এখনও। তবে আইনি নোটিস পেলে তিনি পাল্টা মামলা দায়ের করবেন বলে মঙ্গলবার বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া থেকে আগামী ৩০ দিনের মধ্যে নিজের অশ্লীল ছবি ও ভিডিও সরানোর জন্য আইনি নোটিস পাঠানো হয়েছে ঢালিউড তারকা পরীমনিকে।

সোমবার যৌথ ভাবে তাঁর ঠিকানায় ওই নোটিস পাঠিয়েছেন দুই আইনজীবী। যদিও নোটিসটি সোমবার রাত পর্যন্ত হাতে পাননি পরীমনি, এমনটাই দাবি করেছেন তিনি। তবে সংবাদমাধ্যম থেকে নোটিস সম্পর্কে অবগত হয়েছেন। নোটিস হাতে পেলে তিনি যে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন, সে কথা মঙ্গলবার জানিয়েছেন পরীমনি।

আইনি ওই নোটিসে লেখা হয়েছে, ৩০ দিনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত পরীমনির সব ধরনের অশ্লীল ছবি ও ভিডিও অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল সংলাপ, অভিনয়, অঙ্গভঙ্গি, নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল, স্থিরচিত্র, গ্রাফিকস বা অন্য কোনও উপায়ে ধারণ করা ও প্রদর্শনযোগ্য এবং যার কোনও শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, এ সব করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য আইনি নোটিস পাঠানো হয়েছে।

Pori Moni

এর প্রেক্ষিতে পরীমনি বাংলাদেশের সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমার পেজে এমন কোনও ভিডিও নেই যেটা আমাকে সরাতে হবে। কেউ যদি সেটা দেখিয়ে বলতে পারেন, আমি সরাব। ফাইভ স্টার হোটেলে আমি যে অনুষ্ঠান করেছি, সেখানকার কোনও ভিডিও বা স্টিল ছবি আমি ফেসবুক ছেড়েছি? আমার অনুমতি ছাড়া বাইরে থেকে এগুলো ছাড়া হয়েছে। কোথায় কে কোন ভিডিও দেখল, সেই ভিডিও আমার ঘাড়ে চাপাতে পারেন না।’’

তাঁর আরও প্রশ্ন, ‘‘ফেসবুক খোলার পর থেকে এ পর্যন্ত যে সব ভিডিও বা ছবি আপলোড করেছি, সেগুলো সবাই দেখেছেন। আমার ফেসবুকে কোথাও কি কোনও অশ্লীল ছবি আছে? যে সব ছবির ইঙ্গিত করে নোটিস দিয়ে আমাকে সেগুলো সরাতে বলা হয়েছে, সে সব ছবি আমি আপ করেছি? আমার আপ করা এমন একটি ছবিও কেউ দেখাতে পারবেন? এর আগে হাতে সিগারেট-সহ দু’টি ছবি আদালত থেকে সরাতে বলা হয়েছিল, এক ঘণ্টার মধ্যে সরিয়েছি।’’

পরীমনি আরও বলেন, ‘‘জন্মদিনের অনুষ্ঠানের পর আমাকে অপমান করে যে ভিডিওগুলো বানানো হল, অনুষ্ঠানের গান বাদ দিয়ে অশ্লীল গান জুড়ে ভিডিওগুলো ভাইরাল করা হয়েছে। এখন খেলা জমে যাবে। আমি উল্টে ওদের নামে অভিযোগ করব। আমার ব্যক্তিগত ভিডিও নিয়ে যারা অশ্লীল গান জুড়ে ভাইরাল করেছে, তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)