প্রয়াত পণ্ডিত জসরাজ, বয়স হয়েছিল ৯০, মেবত ঘরানায় নক্ষত্রপতন

প্রয়াত পণ্ডিত জসরাজপণ্ডিত জসরাজ

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রয়াত পণ্ডিত জসরাজ, গত জানুয়ারিতে তিনি ৯০ পেরিয়েছিলেন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের কণ্ঠশিল্পী সোমবার প্রয়াত হয়েছেন।

প্রায় ৮০ বছরের সঙ্গীত জীবন জসরাজের। জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণের মতো সম্মানও। তিনি ছিলেন জয়পুর-মেবত ঘরানার শেষ শিল্পী।

প্রথমে তাঁর বাবা ঠিক করেছিলেন, ছেলে তবলাবাদক হবে। কিন্তু ১৪ বছর বয়স থেকে জসরাজ কণ্ঠশিল্পী হিসেবে অনুশীলন শুরু করেন। দিনে প্রায় ১৪ ঘণ্টা রেওয়াজও করতেন তিনি।


(বিনোদন জগতের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্ক

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)