মীরাবাই চানুর বায়োপিক, অলিম্পিকে ইতিহাস গড়ে সিনেমায় ভারোত্তলক

মীরাবাই চানুর বায়োপিক

জাস্ট দুনিয়া ডেস্ক: মীরাবাই চানুর বায়োপিক তৈরি হতে চলেছে। যেখানে উঠে আসবে তাঁর জীবন। অলিম্পিকে ভারোত্তনে রুপো জিতে দেশের নাম উজ্জ্বল করার পাশাপাশি তৈরি করেছেন ইতিহাস। টোকিও অলিম্পিকে ভারতকে পদকের তালিকায় ঢুকে দিয়েছিলেন তিনিই। তিনিই প্রথম অলিম্পিকের মঞ্চ ছেড়ে দেশে ফেরেন। দেশে ফিরে ভেসেছেন শুভেচ্ছার জোয়ারে। এবার নতুন স্বপ্নের সামনে তিনি। তবে মণিপুরী সিনেমায় তৈরি হচ্ছে মীরাবাই চানু বায়োপিক। প্রশ্ন উঠছে হিন্দি নয় কেন? হয়তো ভবিষ্যতে হিন্দিতেও হবে। তবে এখনই নিজের রাজ্যে তারকা হয়ে ওঠা মীরার জীবন নিয়ে ছবি তৈরির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

মণিপুরের হতদরিদ্র পরিবার থেকে উঠে এসে বিশ্বের সব থেকে বড় মঞ্চে সাফল্য তুলে আনাটা সহজ ছিল না। এক কথায় তা মেনে নিয়েছে গোটা দেশ। মেয়ে জন্ম নিয়েও তাঁর পরিবারকে শুনতে হয়েছিল নানান খোটা। তবে থেমে থাকেনি তাঁর পরিবার। সব কিছুকে উপেক্ষা করে তৈরি হয়েছিলেন মীরা। যার ফল টোকিও অলিম্পিকে হাতে নাতে পেল ভারত। যাঁরা সেদিন খোটা দিয়েছিলেন তাঁরাও হয়তো মীরা সাফল্যে আজ গর্বিত। এটাই চেয়েছিলেন মীরার বাবা।

মণিপুর সরকার ইতিমধ্যেই তাঁর জন্য এক কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছে। সঙ্গে তাঁকে পুলিশের এসপি পদেও নিযুক্ত করা হয়েছে। জোড়া সম্মানে আপ্লুত মীরার পরিবার। মীরার পুরস্কার আর চাকরীই ফেরাবে পরিবারের দশা, কাটবে দৈন্যতা। এখন তিনি সেলিব্রিটি। তবে সাধারণ জীবন যাপনই কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। এবার নতুন পুরস্কার পেতে চলেছেন চানু। ইতিমধ্যেই কথা পাকা হয়ে গিয়েছে ইম্ফলের সেউতি ফিল্মস প্রোযজনা সংস্থার সঙ্গে। চুক্তিপত্রও নাকি সই হয়ে গিয়েছে ইতিমধ্যেই। দ্রুত শুরু হয়ে যাবে এই সিনেমার শুটিং। তবে তার আগে চানুর ভূমিকায় কে অভিনয় করবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন প্রযোজক সংস্থার কাছে। টলছে সেই খোঁজই। যা খবর আগামী ৬-৭ মাসের মধ্যে শুরু হয়ে যাবে শুটিং।

যা খবর তাতে এই ছবিটি মণিপুরী ভাষার পাশাপাশি ইংলিশেও মুক্তি পাবে। তেমন হলে আরও বেশ কিছু আঞ্চলিক ভাষায়ও মুক্তি পেতে পারে মীরাবাই চানুর বায়োপিক। এর আগে মণিপুরেরই বক্সার মেরি কমের জীবন নিয়ে তৈরি হয়েছিল সিনেমা। যেখানে মেরির ভূমিকায় দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়াকে। এ ছাড়া মহেন্দ্র সিং ধোনি, সাইনা নেহওয়াল, মিলখা সিং-এরও বায়োপিক তৈরি হয়েছে। তবে সবই বলিউডি ছবি। চানুর জীবনী তৈরি হচ্ছে তাঁর রাজ্যে।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)