‘ইরাবতীর চুপকথা’ এক দায়িত্বশীল মেয়ের গল্প বলবে এই নতুন সিরিয়াল

ইরাবতীর চুপকথা

সোনালী দত্তগুপ্ত


‘ইরাবতীর চুপকথা’ এক সিরিয়াল। সংসারী, চাকুরিরতা, শিক্ষিতা, সুন্দরী ও দায়িত্বশীল। বয়স ৩০ -এর একটু বেশি। বাড়ির সবাই তার বিয়ে নিয়ে বেশ চিন্তিত। কিন্তু ইরাবতী সে সব নিয়ে কোনও ভাবনা নেই। তার অনেক কাজ বাকি এখনও। এই যেমন ধরুন, গোটা বাড়ির রঙটা কেমন ফ্যাকাসে হয়ে গিয়েছে সেটা রঙ করানোর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সে। আবার সেই বাড়ি জবর দখল করতে হাজির এক ব্যক্তি। তখনও সবাইকে পিছনে ফেলে সেই এগিয়ে আসে সামনে।

অফিস ফেরত বাজার করে সেই মেয়ে। বাড়ির কারও জন্য অসুধ আনতে দায়িত্বও তারই। বাড়িতে আরও অনেকে রয়েছে। অনেক বড়রা থাকলেও নিজেকে সকলের রক্ষাকর্তাই ভাবে সে। আসলে সকলকে আগলে রাখতে চায় এই মেয়ে। নিজের সব টুকু দিয়ে সেটা করে চলে ইরাবতী।

ইরাবতী এমন একটা মেয়ে যার সঙ্গে কথা বললে আপনার মন ভাল হয়ে যাবে। ইরাবতী এরকমই এক চরিত্র। তার জীবনটা হঠাৎই পাল্টাতে শুরু করে যখন তার দেখা হয় আকাশ চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই টানাপড়েনের এপিসোডের জন্য আর একটু অপেক্ষা করতে হবে বৈকি।

থ্রি স্মোকিং ব্যারেলস ছবির ট্রেলার কলকাতায় মুক্তি পেল

কিন্তু কে এই আকাশ?

উচ্চবিত্ত পরিবারের এক দাম্ভিক, একগুয়ে স্বভাবের শিক্ষিত এবং প্রতিষ্ঠিত এক সুপুরুষ। সেও অবিবাহিত। গল্প আছে এর পিছনে। সে আবার নারী বিমুখ। কিন্তু ইরাবতীর সঙ্গে দেখা হওয়ার পর কিছু তো বদল ঘটবে তার জীবনেও। কিন্তু কী ভাবে তা জানতে হলে দর্শকদের দেখতে হবে এই ধারাবাহিক।

দেখুন মনামীর ভিডিও

টেলিভিশনের পর্দায় এই ‘ইরাবতীর চুপকথা’ আরও একটি ফ্যামিলি ড্রামা। তবে এখানে নেই কোনও কূটনৈতিক টানাপড়েন, নেই অতিনাটকীয়তা, নেই চরিত্রদের অহেতুক সাজগোজ, নেই শাশুড়িকে তুষ্ট করার দৌড়, নেই নায়িকার কান্নাকাটি। আর পাঁচজন সাধারণ মেয়ের ঘরে-বাইরের লড়াই এই ধারাবাহিকের মূল বক্তব্য। এমনটাই জানালেন মনামী ঘোষ। এক সাধারণ দায়িত্বশীল মেয়ের গল্প নিয়ে আসছে এই ধারাবাহিক।

ধারাবাহিকের বিভিন্ন চরিত্রে মনামী ছাড়াও রয়েছেন সৈয়দ আরিফিন। তিনিই আকাশের চরিত্রে। এর আগে রাশি ধারাবাহিকে তাকে দেখা গিয়েছিল কয়েকদিন। এ বার কেন্দ্রীয় পুরুষ চরিত্রে তিনি। রয়েছেন শুভ্রজিত দত্ত, নয়না পালিতসহ আরও অনেকে। পরিচালক লক্ষ্মণ ঘোষ। গল্প লিখেছেন অসিতা ভট্টাচার্য, চিত্রনাট্য লিখেছেন ঋষিতা ভট্টাচার্য।

‘পুণ্যি পুকুর’ ধারাবাহিকের কঙ্কাবতীর পর এ বার তার নাম ইরাবতী। এই দুই বতীর মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। সেটাই জানিয়েছেন মনামী। এই দু’টি চরিত্রের পার্থক্য নিয়ে সাংবাদিক সম্মেলনে জানালেন নিজের মতামত। দেখুন ভিডিও।