দ্য ফ্যামিলি ম্যান টু বয়কটের ডাক সোশ্যাল মিডিয়ায়, তথ্য বিকৃতির অভিযোগ

দ্য ফ্যামিলি ম্যান টু

জাস্ট দুনিয়া ডেস্ক: দ্য ফ্যামিলি ম্যান টু শুরু থেকেই ধাক্কা দিয়েছিল। তামিল ভাষাটা না জানলে মনোসংযোগ করা বেশ কঠিন। শুরু থেকেও একটা দীর্ঘ সময় তামিলেই চলে কথোপকথন। এলটিটিই ডেরা থেকে। প্রথম ৭ মিনিটের তামিল ভাষার কথোপকথন আপনার আগ্রহ নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে এটা বাদ দিলে ফ্যামিলি ম্যান ওয়ানের টানটান উত্তেজনা ধরে রেখেই টু-ও শুরু করেছেন পরিচালক। এসেছে নতুন কিছু মুখ। অভিনয়ের দিক থেকে কেউ খামতি রাখেনি। লোকেশন, সাউন্ড, পিকচারাইজেশন সব তার নিজের জায়গায় একদম পারফেক্ট। কিন্তু শুরু থেকে বাধ সাধছে তামিলিয়ানদের আবেগ। আর তার ফলেই সোশ্যাল মিডিয়া জুড়ে অ্যামাজনকেই বয়কটের ডাক উঠেছে।

টুইটারে তৈরি হয়ে গিয়েছে ‘হ্যাশট্যাগ বয়কট অ্যামাজন’। বিশেষ করে এই সিরিজ দেখানো হয়েছে, এলটিটিই ভারত বিরোধী কাজের জন্য হাত মিলিয়েছিলর আইএসআই-এর সঙ্গে। যা কোনওভাবেই মেনে নিতে পারছেন না অনেকেই। এক ব্যক্তি টুইটারে লিখেছেন, ‘‘দ্য ফ্যামিলি ম্যান টু ভারত ও তমিজদের বিপক্ষে আইএসআইয়ের সঙ্গে হাত মিলিয়েছিল এলটিটিই, এম‌নটাই  দেখানো হয়েছে যা অত্যন্ত নিন্দনীয়। এটি স্পষ্টতই পরিচালক, কাস্ট ও ক্রুদের তামিল বিরোধী মনোভাবকেই সামনে নিয়ে আসছে। আমি প্রতিবাদ স্বরূপ অ্যামাজন ভিডিওর সাবস্ক্রিপশন বাতিল করছি।’’

এভাবেই অনেকে দাবি করছেন, ফ্যামিলি ম্যান টু-তে তামিলদের খারাপভাবে দেখানো হয়েছে এবং তামিলদের আবেগকে আঘাত করা হয়েছে। আর একজন লিখেছেন, ‘‘১৯৪০-এর দশকে শ্রীলঙ্কার স্বাধীনতা লাভের পরে ইজহাম সংগ্রাম শুরু করে এবং তামিলদের দ্বিতীয় পর্যায়ের নাগরিক হিসাবে বিবেচনা করে। তারা ৩০ বছরের বেশি সময় ধরে গান্ধীবাদের পথ অনুসরণ করেই প্রতিবাদ করে। ১৯৭০-এর  পরে তারা আত্মরক্ষার জন্য অস্ত্র তুলে নেয়।’’

কেউ লিখেছেন, ‘‘কেন আমাদের আবেগের সঙ্গে খেলা হচ্ছে।’’ কেউ লেখেন, ‘‘এটা নেগেটিভ বার্তা দিচ্ছে এবং এলটিটিই-র স্বাধীনতার লড়াইকে অপমান করছে।’’ তবে এই সিরিজের পক্ষেও অনেক মতামত উঠে এসেছে।

একজন লিখেছেন, ‘‘তামিলিয়ানদের বিরুদ্ধে কোনও খারাপ কিছু এখানে নেই বরং এর পর মানুষ তাঁদের লড়াই সম্পকে৪ জানতে পারছে। সামান্থার কাজ তো অসাধারণ এই সিরিজের হিরো ওই।’’ এক জন লিখেছেন, ‘‘সিরিজটাকে সিরিজের মতই নেওয়া উচিৎ। শুধু মজা করুণ। ধর্ম নিয়ে বিতর্কের অনেক বড় বড় কারণ থাকবে।’’ একজন লিখেছেন, ‘‘তামিলরা স্মার্ট এবং আবেগপ্রবন। এই সিরিজে কোনও খারাপ কিছু নেই।’’

এই বিতর্কের প্রতিবাদে সিরিজের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, ‘‘ট্রেলারের কয়েকটি সিনের উপর ভিত্তি করে কিছু অনুমান এবং ধারনা তৈরি করা হয়েছে। আমাদের অনেক লিড কাস্ট সদস্য, পাশাপাশি ক্রিয়েটিভ ও লেখার দলের মূল সদস্য, তামিলিয়ান। আমরা তামিল জনগণ এবং তামিল সংস্কৃতির অনুভূতি সম্পর্কে খুব সচেতন এবং আমাদের তামিল জনগণের প্রতি চূড়ান্ত ভালবাসা এবং শ্রদ্ধা ছাড়া কিছুই নেই।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)