সরোজ খান প্রয়াত, চলে গেলেন মাধুরী-করিনা-শিল্পা-ঐশ্বর্যদের গুরুজি

সরোজ খান

জাস্ট দুনিয়া ডেস্ক: সরোজ খান বিখ্যাত করিওগ্রাফারের প্রয়ানে শোকের ছায়া বলিউডে। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। ২০ জুন শ্বাস কষ্ট শুরু হওয়ায় সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় গুরু নানক হাসপাতালে। সেখানেই এদিন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকা‌লে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। কোভিড-১৯ পরীক্ষা করা হলেও তা নেগেটিভ এসেছে বলে হাসাপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে।

সরোজ খানের বাড়ির তরফে মণীশ জগওয়ানি জানিয়েছেন, ‘‘বৃহস্পতিবার রাত ২.৩০-এ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন আগেই তাঁর পরিবারের তরফে জানানো হয়েছিল, সুস্থ হয়ে উঠছেন সরোজ খান এবং দ্রুত তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু শেষরক্ষা হল না।

সরোজ খানের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে গোটা বলিউড। বলিউডি নাচের দুনিয়ায় আলোড়ন তৈরি করেছিলেন সরোজ খান তাঁর ক্ষমতা দিয়ে। তাঁর দেখানো পথেই মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাইরা পর্দায় বাজিমাত করছেন এত বছর।

মাধুরী দীক্ষিত টুইটে লেখেন, ‘‘আমি ভেঙে পড়েছি আ্মার বন্ধু ও গুরুর মৃত্যুর খবরে। সরোজ খান তোমার প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব তাঁর কাজের জন্য যা দিয়ে আমাকে সাহায্য করে গিয়েছে এবং আমার সেরাটা বের করে এসেছে। বিশ্ব একজন অসাধারণ প্রতিভাকে হারাল। আমি তোমাকে মিস করব।’’

অক্ষয় কুমার টুইটে লেখেন, ‘‘ঘুম ভাঙল একটা দুঃখের খবরের সঙ্গে যে বিখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান আর নেই। তিনি নাচকে অদ্ভুতভাবে সহজ করে তুলেছিলেন পর্দায়। যেন যে কেউ নাচ করতে পারে। ইন্ডাস্ট্রির জন্য বড় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করি।’’

করিনা কাপুর ইনস্টাগ্রামে লেখেন, ‘‘মাস্টারজি আমাকে সব সময় বলতেন…পা চালাতে যদি না পারিস তাহলে মুখ তো চালা। এভাবেই উনি আমাকে শিখিয়েছিলেন… নাচকে উপভোগ করতে, হাসি এবং চোখ দিয়ে হাসি। অন্য কেউ আর হবে না… নাচ এবং অভিব্যক্তি কখনও আমাদের জন্য এক হয় না এবং সবার জন্য যারা তাঁকে ভালবাসে। লাভ ইউ মাস্টারজি যতদিন না আবার আমরা নাচ করছি।’’

সরোজ খান জাতীয় পুরস্কার পেয়েছিলেন দেবদাসের বিখ্যাত গান মাধুরী ও ঐশ্বর্যের উপর তৈরি হওয়া ‘ডোলা রে ডোলা’র জন্য। এ ছাড়া তামিল ছবি স্রিঙ্গারাম ও জব উই মটের গান করিনা কাপুরের উপর ‘ইয়ে ইশক হ্যায়’-এর জন্য। এ ছাড়া ফিল্ম ফেয়ার পেয়েছিলেন তেজাব, সাইলাব, বেটা, চালবাজ, খলনায়ক, হাম দিল দে চুকে সন‌ম, দেবদাস, গুরুর জন্য। সরোজ খানের বিখ্যাত সিনেমাগুলোর মধ্যে ছিল, মিস্টার ইন্ডিয়া, নাগিনা, চাঁদনী যেখানে তিনি শ্রীদেবীর সঙ্গে কাজ করেছিলেন।

সরোজ খান রেখে গেলেন তাঁর স্বামী সোহনলা, ছেলে‌ রাজু ও দুই মেয়ে হিনা ও সুকন্যাকে।

(বিনোদন জগতের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্ক)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)