বাংলা সিরিয়াল কি বন্ধ হয়ে যাবে? টালিগঞ্জে শুটিং-এ অনড় শিল্পী-কলাকুশলীরা

বাংলা সিরিয়ালবাংলা সিরিয়াল

জাস্ট দুনিয়া ডেস্ক: বাংলা সিরিয়াল কি বন্ধ হওয়ার পথে? প্রশ্নটা তুলে দিয়েছে টলিপাড়া। গত শনিবার থেকে কোনও বাংলা সিরিয়ালেরই নতুন করে আর শুটিং হয়নি। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, সঙ্কট না কাটলে আগামী কয়েক দিনের মধ্যেই জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলির পুরনো পর্ব দেখেই কাটাতে হবে দর্শকদের।

সমস্যার মূলে রয়েছে টলিউডের শিল্পী ও কলাকুশলীদের বকেয়া টাকা। প্রযোজক সংস্থাগুলির কাছে সেই টাকা বকেয়া রয়েছে। আগে সংস্থাগুলির তরফে বলা হয়েছিল, ১৬ অগস্টের মধ্যে সব পরিশোধ করে দেওয়া হবে। কিন্তু, বাস্তবে তেমনটা না হওয়ায় অনির্দিষ্ট কালের জন্য কাজ বন্ধ রেখেছেন শিল্পী ও কলাকুশলীরা।

রবিবার আর্টিস্ট ফোরাম এবং প্রযোজনা সংস্থাগুলি এক যৌথ বৈঠকে বসে। কিন্তু, সেই বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি। এর পর সোমবার আর্টিস্ট ফোরাম এক সাংবাদিক বৈঠক করে। সেখানে ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, অরিন্দম গঙ্গোপাধ্যায় প্রমুখ। ছিলেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। আর্টিস্ট ফোরামের মূল অভিযোগ, বেশ কিছু ধারাবাহিকের অভিনেতা এবং কলাকুশলীদের পারিশ্রমিক বকেয়া রয়েছে। সেই বকেয়া না মেটা পর্যন্ত ওই শিল্পী-কলাকুশলীরা শুটিং করবেন না বলে জানিয়েছেন।

‘ভবিষ্যতের মিসেস জোনাস’ রোকার দিন এ ভাবেই প্রিয়ঙ্কাকে সম্বোধন করলেন নিক

এ দিন সাংবাদিক বৈঠকে প্রসেনজিত্ বলেন, “এখানে তো সবাই নিজের শ্রম দেন। সেরাটা দেন। তার বিনিময়ে ন্যায্য পারিশ্রমিকের বেশি তো কিছু চাওয়া হয়নি। তাঁর দাবি, কলাকুশলীদের অনেক টাকা বকেয়া রয়েছে। ফেডারেশন এবং আর্টিস্ট ফোরামের তরফে গত ৭ জুলাই একটা চুক্তিপত্রে তাঁরা স্বাক্ষর করেছিলেন। সেখানে বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার কথা ছিল। আর্টিস্ট ফোরামের তরফে তাঁরা অনুরোধ করেছিলেন, কাজটা শুরু হোক। কিন্তু পরে প্রযোজক সংস্থাগুলির একাংশ নাকি বলেছে তারা ওই চুক্তি মানে না

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় দাবি করেন, অভিনেতাদের কাজের নির্দিষ্ট সময় থাকা উচিত। কিন্তু, এই ইন্ডাস্ট্রিতে বাড়তি কাজ করলে বেশি পারিশ্রমিক পাওয়া যায় না বলেই অভিযোগ করেন তিনি। এ দিন সাংবাদিক সম্মেলনে প্রসেনজিৎও প্রায় একই অভিযোগ করেন। তিনি বলেন, এখানে তো সবাই নিজের নিজের শ্রম দেন। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তা হলে তাঁরা তার বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক পাবেন না কেন!’’

এই রকম একটা পরিস্থিতিতে বেশ জটিল অবস্থায় রয়েছে বাংলা সিরিয়ালের ভাগ্য। কবে আবার শুটিং শুরু হবে, কেউ জানেন না। ফলে বাংলা সিরিয়ালের ভবিতব্য এই মুহূর্তে বিশ বাঁও জলে।