বাংলা মেগা সিরিয়াল: কবে দেখা যাবে নতুন পর্ব? ঘোর সঙ্কটে টলি-ইন্ডাস্ট্রি

বাংলা মেগা সিরিয়ালবাংলা মেগা সিরিয়াল

জাস্ট দুনিয়া ডেস্ক: বাংলা মেগা সিরিয়াল নিয়ে ঘোর সঙ্কটে টলি-ইন্ডাস্ট্রি। বুধবারও কোনও সুরাহা মিলল না। বরং প্রযোজক এবং আর্টিস্ট ফোরামের মধ্যে সম্পর্কের তিক্ত দিকগুলো সামান্য হলেও প্রকাশ্যে আসা শুরু করেছে। পাশাপাশি, দর্শকদের ক্ষোভও বাড়ছে।

সেই শনিবার থেকে শুরু হয়েছে। বুধবারও তার কোনও সমাধান সূত্র মিলল না। বন্ধ রইল একের পর এক বাংলা মেগা সিরিয়াল-এর শুটিং। স্টুডিও চত্বরে দেখা মিলল না কোনও শিল্পী বা কলাকুশলীর। গোটা চত্বর ফাঁকা ধু-ধু। কোনও সেটেই শুটিং হয়নি। কবে হবে? এ প্রশ্নের জবাব কারও কাছেই নেই।

তবে আশার কথা, সরকারের তরফে একটা মধ্যস্থতার ইঙ্গিত মিলেছে। আজ বৃহস্পতিবার তথ্য-সংস্কৃতি মন্ত্রকের তরফে আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের সঙ্গে যৌথ ভাবে এক বৈঠকের আয়োজন করা হয়েছে। সেখানে আদৌ সমাধান সূত্র মিলবে কি না, তা বোঝা যাচ্ছে না এই মুহূর্তে। ওই বৈঠকে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের থাকার কথা রয়েছে। এত দিন আর্টিস্ট ফোরাম যে সাংবাদিক বৈঠকগুলি করেছে, সেখানে মন্ত্রীর ভাই স্বরূপ বিশ্বাসকে দেখা গিয়েছে। এ বার আসরে নামতে এক প্রকার বাধ্য হলেন দাদা অরূপ। তবে, এর পিছনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে বলে ইন্ডাস্ট্রির একটা অংশের মত। তাঁদের মতে, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে ভেবেই মমতা অরূপকে সামনে রেখেই বিষয়টি মেটাতে চাইছেন।

বাংলা টিভি সিরিয়াল: নতুন করে শুটিং না হওয়ায় দেখতে হচ্ছে পুরনো পর্বই

তবে, এ দিন আর্টিস্ট ফোরামের তরফে বুধবার কোনও মন্তব্য করা হয়নি। বরং প্রযোজকদের অনেককে মুখ খুলতে দেখা গিয়েছে। তাঁর মধ্যে রয়েছেন মহেন্দ্র সোনি, অরিন্দম শীল এবং লীনা গঙ্গোপাধ্যায়কে। তাঁদের মতে, আর্টিস্ট ফোরামের দাবিগুলি খুব একটা সঙ্গত নয়। নির্ধারিত সময়ের থেকে অনেক কম সময় শুটিং-এর ফ্লোরে থাকেন যে শিল্পীরা, তাঁদের কেন অতিরিক্ত টাকা দিতে হবে? এই প্রশ্নও তুলেছেন তাঁরা। পাশাপাশি আর্টিস্ট ফোরামের অনেক শিল্পীর তোলা অভিযোগ, প্রযোজকরা তাঁদেরকে দেখিয়েই তো অর্থ উপার্জন করেন। তা হলে তাঁদের নির্ধারিত পয়সা কেন দেওয়া হবে না? এর জবাবে প্রযোজকরা পাল্টা প্রশ্ন তুলেছেন, ওই শিল্পীদের তো দর্শকদের কাছে পরিচিত করেন প্রযোজকরাই। তাতে সাহায্য করে চ্যানেল এবং ধারাবাহিকের লেখক। সেই চরিত্রের নাম করেই তো শিল্পী বাইরে নানা অনুষ্ঠান করে অর্থ উপার্জন করেন।

এই সব চাপানউতোরের মধ্যে দর্শকরা বঞ্চিত হচ্ছেন। তাঁদের প্রশ্ন, সমস্যা কাটিয়ে ফের কবে শুরু হবে বাংলা মেগা সিরিয়াল-এর শুটিং? টিভিতে কবে দেখতে পারবেন তাঁরা, নিজেদের পছন্দের চরিত্রকে?

জবাব জানে না টলিউড।