শুক্রবার থেকে শুরু সিরিয়ালের কাজ, ঘোষণা মমতার

শুক্রবার থেকে শুরু

জাস্ট দুনিয়া ব্যুরো: শুক্রবার থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলা সিরিয়ালের শুটিং। সাংবাদিক সম্মেলন করে সেই কতা স্পষ্ট করে দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন সবাইকে নিয়ে আলোচনায় বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে ছিলেন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রযোজক নিশপাল সিং, শ্রীকান্ত মোহতা ছাড়াও মন্ত্রী অরূপ বিশ্বাস, ববি হাকিম, শুভেন্দু  অধিকারী। দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত হয় শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে সিরিয়ালের শুটিং।

ভবিষ্যতে এই সব সমস্যা মেটাতে তৈরি হল নতুন কমিটি। সেখানে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায়। টেকনিশিয়ানদের পক্ষ থেকে কমিটিতে থাকছেন স্বরূপ বিশ্বাস। এ ছাড়া থাকবেন বেশ কয়েকজন প্রযোজক ও চ্যানেলের প্রতিনিধিরা। ভবিষ্যতে কোনও সমস্যা হলে এই কমিটির সঙ্গেই কথা বলতে হবে এবং এই কমিটিই সমস্যার সমাধান করবে। আর্টিস্ট ফোরামের দাবি অনুযায়ী ১৫ তারিখের মধ্যে বকোয়া টাকা মেটানো হবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বাংলা মেগা সিরিয়াল নিয়ে ঘোর সঙ্কটে টলি-ইন্ডাস্ট্রি

বকেয়া টাকা না মেটানো নিয়ে শুরু হয় সমস্যার। বেঁকে বসেন অভিনেতা-অভিনেত্রীরা। টাকা না পেলে কাজ না করার সিদ্ধান্ত নেন তাঁরা। তার পরই বন্ধ হয়ে যায় সব সিরিয়ালের কাজ। অধিকাংশ সিরিয়ালেরি ব্যাঙ্কিং না থাকায় পুরনো এপিসোডই ঘুরে ফিরে চালাতে শুরু করে চ্যানেলগুলো। ভারতলক্ষ্মী, টেকনিশিয়ান, এনটিওয়ান যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল। বুধবার প্রসেনজিৎ অবশ্য সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন, অভিনেতা-অভিনেত্রীরা কাজ করতে অনিচ্ছুক নন। তাঁরা শুধু টাকা চাইছেন। প্রযোজকরাই নাকি কাজ বন্ধ করেছে। এটাও ঠিক প্রতিদিনই কলাকুশলীরা স্টুডিওতে গিয়েছেন, যার যার মেকআপ নিয়েছেন কিন্তু শুটিং হয়নি। কিন্তু কলটাইম আসেনি।

বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় সিনেমার শুটিংয়েরও। তার পরই সরকারি হস্তক্ষেপের প্রয়োজন হয়ে পড়ে। সেই মতো বৃহস্পতিবার সংগঠনগুলো প্রতিনিধিদের নবান্নে ডেকে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী। শেষে তিনি বলেন, ‘‘আমিও সিরিয়ালের দর্শক। তাই তা বন্ধ হয়ে থাকাটা কাম্য নয়।’’ সৌমিত্র বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যা মিটিছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। ঝগড়া ভুলে সমস্যা সমাধানের কথাই বলুন সবাই।’’

এই খবরে টলি পাড়ায় খুশির হাওয়া। কাজ শুরু করতে মুখিয়ে রয়েছেন কলাকুশলীরা। সুখবর সিরিয়ালপ্রেমীদের জন্যও। প্রতিদিনের যে অভ্যেসে ছেদ পড়েছিল তা আবার শুরু হয়ে যাবে। তাই গৃহশান্তিও ফিরবে বৈকি।