মুখোশের আড়ালে পাল্টে যাচ্ছে ঝিনুক, দিশারীর হাত ধরে এ বার ছুটবে মুখোশ

মুখোশের আড়ালেমুখোশের আড়ালে নতুন মুখ।

মুখোশের আড়ালে , ধারাবাহিকের গল্প ঘুরছে অন্যদিকে। আর্মি অফিসার ঝিনুক হারিয়েছে স্মৃতিশক্তি এবং আগের অবয়ব। ঝিনুক এবার দিশারী। আসল ব্যাপারটা কী? খোঁজ নিয়ে লিখছেন নবনীতা দাশগুপ্ত।  

বেশ অনেকদিন পর লিড রোলে ফিরেছিলেন শর্মিষ্ঠা আচার্য। ‘রাজলক্ষ্মী কুরুক্ষেত্রম’ এবং ‘গৌরিদান’- এর পর বিভিন্ন ধারাবাহিকের পার্শ্ব চরিত্রে দেখা গেলেও লিড রোলে তাঁকে সে ভাবে পাননি দর্শক। কালার্স বাংলার ‘মুখোশের আড়ালে’ ধারাবাহিকে তিনি ফিরেছিলেন ফৌজি রূপে। বয়কাট চুল, আর্মি পোশাকে দিব্যি মানিয়েছিল তাঁকে। এই চরিত্রের জন্য ভাল রকমের ওয়ার্ক আউটও করতে হয়েছে তাঁকে।

নিজের শরীর চর্চার ব্যাপারে বরাবরই সক্রিয় থাকায় ফিটনেসের জন্য খুব বেশি পরিশ্রম করতে হয়নি। সেই কথা নিজেই জানিয়েছিলেন। আর একজন ফৌজির আদবকায়দা, চলন-বলন, এনার্জি কোন মাত্রায় থাকা উচিত সেই দিকটা তিনি শিখেছেন নিজের দাদুর কাছ থেকে। শর্মিষ্ঠার দাদু ছিলেন সেনাবাহিনীতে। দাদুর আদর্শেই বড় হওয়া তাঁর। তাই ভারতীয় সেনাদের প্রতি আলাদা একটা অনুভূতি কাজ করে শর্মিষ্ঠার।

গল্পের মোড় এবার ঘুরছে অন্য দিকে। ধারাবাহিকের প্রোটাগনিস্ট ঝিনুক সেনা দলে যোগ দিয়েছে। হঠাৎ একদিন বিপদ আছড়ে পড়ে তার উপর। বিপদের তীব্রতা এমনই যে প্লাস্টিক সার্জারি করতে হয় তার মুখ। জ্ঞান ফিরলে নিজেকে চিনতে পারে না সে। নিজের পরিচয়টুকুও হারিয়ে ফেলে। তিনি যে স্মৃতি হারিয়েছে সেটা বোঝাই যাচ্ছে।

মুখোশের আড়ালে

ঝিনুক

তাকে নতুন পরিচয় দেয় ডাক্তার শাওন। শাওন এক গ্রাম্য এলাকায় ডাক্তারি করে। সকলে তাঁকে খুব মানে। সে ঝিনুকের নতুন নাম দেয় দিশারী। নতুন করে বাঁচার দিশা দেখায় সে দিশারীকে। ঝিনুকের মনে নেই সে কার মেয়ে, কার প্রেমিকা, তার পেশা কী ছিল।

শাওনের চরিত্রে দেখা যাবে এমিলা সাধুখাঁকে। এমিলাকে এর আগে দর্শক রাধা নামেই চিনতেন। ‘রাধা’ ধারাবাহিকে রাধা চরিত্রে অভিনয় করেছেন এমিলা। সহজ-সরল, জ্ঞ্যানী সংসারি, পতিব্রতা রাধা এ বার স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে একদম অন্য মেজাজে হাজির দর্শকের দরবারে। এর আগে ‘কে আপন কে পর’ ধারাবাহিকে দিন কয়েকের জন্য একটি নেগেটিভ চরিত্রে তিনি করেছেন বটে। তা যে তোর তেমন পছন্দ নয় সেটা জানিয়ে দিয়েছেন স্পষ্ট করেই।

বাংলা ধারাবাহিকে শিশুদের আজ জয়জয়কার

আর সে কারনেই ডাক্তার শাওনের চরিত্রটি বেশ মনে ধরেছে তাঁর। ধারাবাহিক শুরু হওয়ার আগে শর্মিষ্ঠা জানিয়েছিলেন যে খুব বেশি দিনের জন্য তাঁকে এই ধারাবাহিকে দেখবেন না দর্শক। কয়েকদিন পরেই তিনি পা রাখবেন মুম্বইতে। বিশেষ করে ফৌজি চরিত্রটির জন্যই তাঁকে বেছে নেওয়া হয়। কয়েকদিন পরেই গল্প অন্যদিকে ঘুরবে তা আগেই জানিয়েছিলেন তিনি। সেই নিয়ম মেনেই রদবলদল।

যেখানে গল্পের অন্য পথের দিশারী হিসেবে দেখা যাবে কৌশাম্বি চক্রবর্তীকে। এর আগে ‘রাধা’ ও ‘দ্বিরাগমন’ ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। এ বার একেবারে লিড রোলে। ধারাবাহিককে দিশারী ঠিক কোন দিকে নিয়ে যেতে চলেছে তা জানতে হলে দেখতে হবে ‘মুখোশের আড়ালে’। সোম থেকে শুক্র রাত সাড়ে ৯ টায় কালার্স বাংলায় আসতে চলেছে চমক।