অভিনেতা রাহুল ভোরা-র মৃত্যু কোভিড পরিস্থিতি নিয়ে আরও একবার প্রশ্ন তুলল

অভিনেতা রাহুল ভোরা

জাস্ট দুনিয়া ডেস্ক: অভিনেতা রাহুল ভোরা সোমবার কোভিড আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। ভর্তি ছিলেন দিল্লির এক হাসপাতালে। সেখানে শুয়ে, অসুস্থ শরীরেই তিনি বুঝতে পারছিলেন, আর ফেরা হল না বাড়িতে। ৩৫ বছরেই শেষ হয়ে যেতে চলেছে তাঁর জীবন। মৃত্যুর আগের দিন ফেসবুকে অনুরোধ জানিয়েছিলেন, যদি একটু ভাল চিকিৎসা পেতেন তাহলে হয়তো বেঁচে যেতেন। কিন্তু কেউ শুনলো না। শুনলেও কিছু করার ছিল না হয়তো। রাহুল বাঁচেনি। অভিনেতা ও ইউটিউবার রাহুল ভোরার মৃত্যু হয় রবিবার।

তাঁর মৃত্যুর খবর ফেসবুকে জানান থিয়েটার পরিচালক ও লেখক অরবিন্দ গৌর। তিনি লেখেন, ‘‘রাহুল ভোরা চলে গেল। আমার প্রতিভাবাণ অভিনেতা আর নেই। গতকাল রাহুল বলেছিল, ‘আমি যদি ভাল চিকিৎসা পেতাম তাহলে আমিও বেঁচে যেতাম’। সেদিন সন্ধেয় ওকে রাজীব গান্দী হাসপাতাল থেকে দোয়ারকার আয়ুষ্মান হাসপাতালে ভর্তি করা হয় কিন্তু… আমরা সবাই তোমাকে বাঁচাতে পারলাম না রাহুল, দুঃখিত আমরা অন্যায়কারী।’’

শনিবারই রাহুল সেই পোস্টটি করেছিলেন। যেখানে তিনি হিন্দিতে লিখেছিলেন, ‘‘মুঝে ভি ট্রিটমেন্ট আচ্ছা মিল যাতা তো ম্যায় ভি বাচ যাতা (আমিও যদি ভাল চিকিৎসা পেতাম তাহলে আমিও বেঁচে যেতাম)।’’ তাঁর পোস্টে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মণীশ সিসোদিয়াকে ট্যাগ করেন। তিনি আরও লিখেছিলেন, ‘‘জলদ জনম লুঙ্গা অর আচ্ছা কাম করুঙ্গা, আব হিম্মত হার চুকা হু (আমি আবার তাড়াতাড়ি জন্ম নেব এবং ভাল কাজ করব, আমার ক্ষমতা শেষ হয়ে গিয়েছে এখন)।’’

Mujhe bhi treatment acha mil jata,
To main bhi bach jata tumhaara Irahul Vohra

Name-Rahul Vohra
Age -35
Hospital name…

Posted by Irahul Vohra on Saturday, 8 May 2021

৪ মে রাহুলকে হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় তিইন ফেসবুক পোস্টে লিখেছিলেন, তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তিনি অক্সিজেন চাইছিলেন। তিনি লেখেন, ‘‘আমি কোথায় একটি অক্সিজেন বেড পেতে পারি? আমি খুব নিরুপায় হয়ে এই পোস্ট করছি।’’

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)