আমির খানের বাড়িতে করোনা, তাঁর একাধিক কর্মী আক্রান্ত

আমির খানের বাড়িতে করোনা

জাস্ট দুনিয়া ডেস্ক: আমির খানের বাড়িতে করোনা পজিটিভ। অভিনেতা নিজেই জানালেন, তাঁর বাড়িতেও হানা দিয়েছ করোনাভাইরাস। সংবাদমাধ্যমকে এক বার্তায় আমির জানিয়েছেন, তাঁর কিছু কর্মী করোনাভাইরাসে আক্রান্ত। যাঁদের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গিয়েছে তাঁদের কোয়রান্টিনে রাখা হয়েছে।

আমির এ বিষয়ে টুইটও করেছেন। তিনি জানান, ‘‘হেলো সবাইকে। সবাইকে আমি জানাতে চাই, আমার কয়েক জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত। তাঁদের সঙ্গে সঙ্গেই কোয়রান্টাইনে রাখা হয়েছে এবং বিএমসি কর্তারা খুব দ্রুত তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন।’’

তাঁদের উদ্দেশে ধন্যবাদ জানিয়ে আমির বলেন, ‘‘এত ভাল ব্যবস্থা করার জন্য আমি বিএসিকে ধন্যবাদ জানাতে চাই। এবং পুরো এলাকাকে সংক্রমণমুক্ত করার জন্যও।’’

বাড়ির কর্মীরা সংক্রমিত হওয়ায় বাড়ির বাকিদের নিয়েও চিন্তা ছিল। যে কারণে পুরো পরিবারেরই পরীক্ষা করা হয়। এখনও পর্যন্ত তাঁদের সকলেরই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তবে এখনও আমির খানের মায়ের পরীক্ষার ফল এসে পৌঁছয়নি।

আমির বলেন, ‘‘আমাদের পরিবারের বাকিদের সকলেরই পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। এখন আমি শুধু আমার মায়ের পরীক্ষার ফল আসার অপেক্ষায় রয়েছি। তিনিই শেষ ব্যক্তি, যাঁর পরীক্ষা হওয়া বাকি রয়েছে। প্রার্থণা করবেন যেন তাঁর পরীক্ষার ফ‌ল  নেগেটিভ আসে। আমি আবার বিএমসিকে ধন্যবাদ জানাতে চাই দ্রুত কাজ করার জন্য।’’

এর সঙ্গে তিনি কোকিলাবেন হাসপাতালকেও ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি বলেন, ‘‘কোকিলাবেন হাসপাতাল এবং সেখানকার ডাক্তার, নার্স ও কর্মীদের ধন্যবাদ। তাঁরা সকলেই খুব যত্ন নিয়েছে এবং পেশাদারিত্ব দেখিয়েছেন পরীক্ষার বিষয়ে।’’

এর আগে বনি কাপুরের বাড়ির তিন জন কর্মীর শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছিল। তাঁরা সকলেই সুস্থ হয়ে উঠেছেন।

সবাইকে আমি জানাতে চাই আমার কিছু কর্মী করোনাভাইরাসে আক্রান্ত। তাদের সঙ্গে সঙ্গে কোয়ারিন্টাইন করা হয়েছে এবং বিএমসি কর্তারা খুব দ্রুত তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন।—আমির খান

ভারতের করোনার দাপট সব থেকে বেশি মুম্বইতেই। যার ফলে বন্ধ রয়েছে বিনোদন জগতের সব রকমের কর্মকাণ্ড। বন্ধ সিরিয়াল থেকে সিরিজ এমনকি সিরিয়ালের শুটিংও। তৈরি হয়ে যাওয়া সিনেমা রিলিজ হচ্ছে ওয়েবে। এই অবস্থায় ১৫ জুলাই থেকে আমির খানের পরবর্তী ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু তাঁর বাড়িতেই করোনা আক্রমণ হওয়ায় সেটা পিছবে নিশ্চিত।

(বিনোদন জগতের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্ক)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)