অস্কারের মঞ্চে ইরফান খান, মেমোরিতে উঠে এলেন এই ভারতীয় অভিনেতা

অস্কারের মঞ্চে ইরফান খান

জাস্ট দুনিয়া ডেস্ক: অস্কারের মঞ্চে ইরফান খান ও ভানু আথাইয়া। রবিবার রাতে ৯৩তম  অ্যাকাডেমি পুরস্কারের আসর বসেছিল। আর তার স্মৃতির ক্যানভাসে ধরা পড়লেন অভিনেতা ইরফান খান এবং ড্রেস ডিজাইনার ভানু আথাইয়া। গান্ধী সিনেমার জন্যপ্রথম ভারতীয় হিসেবে অস্কার পেয়েছিলেন এই ডিজাইনার। গত বছর ৯১ বছর বয়সে প্রয়াত হন তিনি। তাংর ঝুলিতে ছিল ১০০র উপর সিনেমা। তার মধ্যে উল্লেখযোগ্য, লগান, স্বদেশ, চাঁদনী, অগ্নিপথ রয়েছে।

গত বছর ৫৩ বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ইরফানের। ইরফানের সঙ্গে হলিউডের সম্পর্ক অনেক পুরনো। তালিকাটা নেহাৎই ছোট নয়। ‘দ্য নেমসেক’, ‘লাইফ অফ পাই’ ‘স্লামডগ মিলিওনিয়র’ এবং জুরাসিক ওয়ার্ল্ড’—যা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিল ভারতের এই প্রিয় অভিনেতাকে। ‘পান সিং তোমার’, মকবুল এবং ‘দ্য লাঞ্চবক্স’- এর মতো সিনেমাও প্রশংসিত হয়।


দেখুন মেমোরিয়াম ভিডিও



এক নজরে দেখে নেওয়া যাক এবারের বিজয়ীদের


সেরা ছবি: নোম্যাডল্যান্ড

সেরা পরিচালক: কোল ঝাও, নোম্যাডল্যান্ড

সেরা অভিনেত্রী: ফ্রান্সেস ম্যা্কডোনাল্ড, নোম্যাডল্যান্ড

সেরা অভিনেতা: অ্যান্থনি হফকিন্স, দ্য ফাদার

সেরা সহঅভিনেত্রী: ইউন ইউ-জং, মিনারি

সেরা সহঅভিনেতা: ড্যানিয়েল কালুয়া, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা

সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে: প্রমিসিং ইয়ং ওম্যান

সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লে: দ্য ফাদার

সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: সোল

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: অ্যানাদার রাউন্ড

সেরা অরিজিনাল স্কোর: সোল

বেসার অরিজিলান গান: ফাইট ফর ইউ, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিহা

সেরা ডটুমেন্টারি ফিচার: মাই অক্টোপাস টিচার

সেরা ডকুমেন্টারি শর্ট: কোলেট

সেরা লাইভ অ্যাকশন শর্ট: টু ডিস্ট্যান্ট স্ট্রেঞ্জার

সেরা অ্যানিমেটেড শর্ট: ইফ অ্যানিথিং হ্যাপেন্স আই লাভ ইউ

সেরা সাউন্ড: সাউন্ড অফ মেটাল

সেরা প্রোডাকশন ডিজাইনার: মাঙ্ক

সেরা সিনেমাটোগ্রাফি: মাঙ্ক

সেরা মেকআপ এবং হেয়ার: মা রেইনিস ব্ল্যাক বটম

সেরা কস্টিউম ডিজাইন: মা রেইনিস ব্ল্যাক বটম

সেরা ফিল্ম এডিটিং: সাউন্ড অফ মেটাল

সেরা ভিজুয়াল এফেক্ট: টেনেট

জিন হারশল্ট হিউম্যানিটেরিয়ান পুরস্কার: টেলর পেরি

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)