রাজ-শুভশ্রীর বিয়ে শেষে আজ বিদায়ের পালা

রাজ-শুভশ্রীর বিয়ে

জাস্ট দুনিয়া ব্যুরো: রাজ-শুভশ্রীর বিয়ে শেষ পর্যন্ত হয়েই গেল । অনেক জল্পনা, অনেক টানাপড়েন, বিচ্ছেদ, আবার মিলন সবই ছিল এই দুই টলি তারকার প্রেমকাহিনীতে। কিন্তু ওই যে বলে যার শেষ ভাল তার সব ভাল। সেই সব প্রেমের পরিণতির মতই রাজ-শুভশ্রীর প্রেমও বিয়ের পরিণতি পেল শুক্রবার। তার আয়োজন অবশ্য শুরু হয়ে গিয়েছিল অনেক আগে থেকেই।

হঠাৎ সবাইকে চমকে দিয়ে যেই আংটি বদলটি সেরে ফেললেন পরিচালকনায়িকা জুটি তখনই সব পরিষ্কার হয়ে গিয়েছিল। এ বার আর বিয়ে আটকানোর কোনও রাস্তাই রাখলেন না এই দম্পতি। সেই মতো প্রথা মেনেই দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে ধুমধাম করে হয়ে গেল টলিউডের অতি প্রত্যাশিত এক মনে রাখার মতো বিয়ে। যেমনটা বলিউডে সচরাচরই দেখা যায়। এই মেগা আয়োজন টলিউডে খুব কমই দেখ গিয়েছে।

রাজ-শুভশ্রীর বিয়ে

এই তো সেদিন বিয়ে সারলেন সোনম কাপূর। সেই জমজমাট পথেই নজির গড়লেন টলিউডের নতুন দম্পতি। বাওয়ালি রাজবাড়িতে স্বপরিবারে রাজ ও শুভশ্রী ঘাটি জমিয়েছিলেন আইবুড়ো ভাত থেকেই। বিরাট কাশার থালায় একসঙ্গেই আইবুড়ো ভাত খেলেন দু’জনে। একে অপরকে খাইয়েও দিলেন। এটা কিন্তু বাঙালি প্রথার বাইরে। বর-কনে একে অপরকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে এটা শোনা যায় না। কিন্তু রাজ-শুভশ্রী তেমনটাই করলেন।

সোনম কাপূরের বিয়েতে জমজমাট বলিউড

পূজা প্রসাদের ডিজাইনার পোষাকে মেহেন্দি আর আইবুড়ো ভাত সেরেছিলেন শুভশ্রী। মেহেন্দিতে ছিল সোনালী রঙের লেহেঙ্গা। আইবুড়ো ভাতে সাদা শাড়ি আর লাল ব্লাউজ। সাবেকী ভাবেই সেই শাড়ি পড়েছিলেন শুভশ্রী। সেই শাড়ি পড়েই হল আলতা সেরিমনি। কিন্তু বিয়ের জন্য কিন্তু দু’জনেই বেছে নিয়েছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইনার ড্রেস। শুভশ্রী সেজেছিলেন লাল বেনারসিতে। সঙ্গে গা ভর্তি সোনার গয়না।

রাজ-শুভশ্রীর বিয়ে

বিয়ের দিন সকালে গায়ে হলুদের পালাও সারলেন রাজ-শুভশ্রী। প্রথমে রাজ ও পরে শুভশ্রী। এটা আবার একসঙ্গে হয়নি। এদিন সাদা হলুদের মিশেলে তৈরি লেহেঙ্গা পরেছিলেন শুভশ্রী। সেজেছিলেন ফুলের গয়নায়। বাকি সবটাই হল নিয়ম মেনে। রাত ১১টায় ছিল লগ্ন। তার অনেক আগে থেকেই সেজে বসেছিলেন হবু দম্পতি। পর পর হল সবটাই মন্ত্রপাঠ, আগুলকে সাক্ষী রেখে সাত পাঁক, শুভদৃষ্টির পর মালা বদল, সবার শেষ শুভশ্রীর সিঁথিতে সিঁদূর পরিয়ে দিলেন রাজ। চোখ বুজে সেউ মুহূর্তকে উপভোগ করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে চক্রবর্তী হয়ে যাওয়া কনে। ১৩ মে আরবানায় রিসেপশন। হয়ত সেখানেই টলিউডের ঢল নামবে।

রাজ-শুভশ্রীর বিয়ে

এই হাইপ্রোফাইল বিয়ের মেনুতে কী ছিল সেটা না জেনে কি শেষ করা যায়? সাদা ভাত, শাকভাজা, শুক্তো, মুগ ডাল, পোস্ট নারকোল বড়া, চিংড়ি বাটা, ভেটকি পাতুরি, কাঁচালঙ্কা ধনেপাতা মুরগি, চাটনি, পাঁপড়, মিষ্টি দই। এ ছাড়াও ছিল চাইনিজ মেনু। বিভিন্ন রকম চাউমিনের সঙ্গে ছিল নানান মাংসের পদ। ছিল ইন্ডিয়ান থালি।

অনেক আনন্দ শেষে আজ বিদায়। বর্ধমানের মেয়ে শুভশ্রী আজ কারও স্ত্রী হলেন। বাবা-মায়ের ঘর ছেড়ে এবার রাজের ঘরনী তিনি। শেষ বেলায় চোখের কোনা যে সবারই চিকচিক করে উঠবে। কারও সেটা গাল বেয়ে নেমেও আসবে।। মেয়ে চললেন শ্বশুরবাড়ি সবাইকে আনন্দ দিয়ে, সবাইকে কাঁদিয়ে।

ছবি-ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম