পাকিস্তানে নিষিদ্ধ করা হল ‘পরী’র সম্প্রচার

পাকিস্তানে নিষিদ্ধ করা হল অনুষ্কা শর্মার ‘পরী’। কারণ হিসেবে জানা গিয়েছে, এই ছবিতে কালো জাদুর সঙ্গে সঙ্গে বেশ কিছু মুসলিম বিরোধীও বার্তা নাকি রয়েছে এই সিনেমায়। এই ছবি নিষিদ্ধ করেছে পাকিস্তান সেন্সর বোর্ড। যেখীনে বলা হয়েছে, এই ছবিতে মুসলিমদের খারাপভাবে দেখানো হয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যমের খবর, এই ছবিতে হিন্দু মন্ত্রের সঙ্গে কোরানের স্তোত্রও ব্যবহার করা হয়েছে।

জিও টিভি জানিয়েছে, “এই সিনেমায় যে শুধু হিন্দু মন্ত্রের সঙ্গে কোরানের স্তোত্র মিলিয়ে দেওয়া হয়েছে তা নয় পাশাপাশি কালো জাদুর মন্ত্রে ব্যবহার করা হয়েছে কোরানের স্তোত্র।” সেন্সর বোর্ড অবশ্য এও জানিয়েছে, তারা ব্ল্যাক ম্যাজিকের বিরুদ্ধে নয়। কিন্তু এই ছবিতে তার অপব্যবহার করা হয়েছে। ডিস্ট্রিবিউটাররাও মেনে নিয়েছে সেন্সর বোর্ডের নির্দেশ।

পাকিস্তানের একটি সিনেমা হলের টিকিট আগে থেকেই সব বিক্রি হযে গিয়েছিল। তারা তাদের ফেসবুক পেজে সব টিকিটের দাম ফেরত দেওয়ার কথাও জানিয়ে দিয়েছে। গত মাসে ‘প্যাডম্যান’এর মুক্তিও পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছিল।