জাতীয় পুরস্কার পেলেন শ্রীদেবী, ঋদ্ধি সেন

জাতীয় পুরস্কার

জাস্ট দুনিয়া ডেস্ক: জীবনের প্রথম জাতীয় পুরস্কার কিন্তু নিজে হাতে নেওয়া হল না শ্রীদেবীর। একমাস আগেই দুবাইয়ের হোটেলের বাথ টাবে মৃত অবস্থায় পাওয়া যায় এই অভিনেত্রীকে। তার পর বেশ কয়েকটি দিন কেটে গিয়েছে। শুক্রবারই ঘোষণা হয়েছে জাতীয় পুরস্কারের তালিকা। ‘মম’ ছবির জন্য সেরা অভিনেত্রীর সম্মান পেলেন শ্রীদেবী, একইভাবে মৃত্যুর পর দাদা সাহেব সম্মানে সম্মানিত করা হল বিনোদ খান্নাকে।

‘মম’ ছবিতে একজন মায়ের ভূমিকায় পাওয়া গিয়েছিল শ্রীদেবীকে। যে তাঁর মেয়ের ধর্ষণের বদলা নেবে। বনি কাপুরকে বিয়ের পর দীর্ঘদিন বলিউডের বাইরে চলে গিয়েছিলেন শ্রী। দুই মেয়েকে বড় করতেই সেই সময়টা দিয়েছেন। মেয়েরা বড় হয়েছে। বড় মেয়ে জাহ্নবী ইতিমধ্যেই সিনেমার জগতে নাম লিখিয়ে ফেলেছেন। সংসারের দায়িত্ব সামলে শ্রীদেবী আবার ফিরেছিলেন বলিউডে। ‘মম’ ফিরে আসার পর তাঁর তৃতীয় ছবি। এর আগে ইংলিশ ভিংলিশ ও পুলি ছবিতে তাঁকে দেখতে পাওয়া গিয়েছিল।

বাংলা সিনেমাকে সম্মান এনে দিলেন ঋদ্ধি সেন। নগর কীর্তনের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন তিনি। সেরা বাংলা ছবি ময়ুরাক্ষী।

সেরা ফিচার ফিল্মের পুরস্কার পেল অসমীয়া ছবি ‘ভিলেজ রকস্টার’। এ ছাড়াও এই ছবি জিতে নিল সেরা সম্পাদনা ও সেরা লোকেশনের পুরস্কার। এই ছবিরই শিশু শিল্পিভনিতা দাস সেরা শিশু শিল্পির সম্মান পেল।‘ভয়ানকম’ ছবির জন্য সেরা পরিচালকের সম্মান পেলেন জয়রাজ। স্ক্রিন প্লে ও সিনেমাটোগ্রাফির জন্যও পুরস্কার এল তাঁরই ঘরে।

সেরা অভিনেতার সম্মান অবশ্য এল বাংলার ঘরে। বাংলা সিনেমা ‘নগর কীর্তন’এর জন্য সেই পুরস্কার পেলেন ঋদ্ধি সেন। ‘ইরাদা’ ছবির জন্য সহ-অভিনেত্রীর সম্মান পেলেন দিব্যা দত্তা। ফহাদ ফাজিল সেরা সহ-অভিনেতার পুরস্কার পেলেন। বাহুবলী, সেরা জনপ্রিয় ছবি। সঙ্গে বাহুবলীর ভাগ্যে এল সেরা অ্যাকশন ও স্পেশাল এফেক্টের সম্মান। সেরা কোরিওগ্রাফি ‘টয়লেট: প্রেম কথা’ ছবির ‘গোরি তু লাথ মার’ গানটি। সেরা সঙ্গীতকারের পুরস্কার পেলেন এআর রহমান। মনীরত্নমের ‘কাতরু ভেলিয়িদাই’ ও ‘মম’ এর ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য। ‘কাটরু ভেলিয়িদাই’ এর জন্য সেরা প্লে ব্যাক মহিলা শিল্পি হলেন  সাশা থিরুপতি। যেসুদাস সেরা পুরুষ প্লে ব্যাক শিল্পি।

মহাভারত ও আমির খান

সেরা বাংলা ছবির সম্মান পেল ‘ময়ুরাক্ষী’। আগামী ৩ মে, হবে এই পুরস্কার প্রদানের অনুষ্ঠান। এবার একঝলকে দেখে নেওয়া যায় ৬৫তম ফিল্ম ফেয়ার পুরস্কার কারা পেল।