জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা নিয়ে প্রতিবাদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

জাস্ট দুনিয়া ডেস্ক: জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। কিন্তু শেষ মুহূর্তে জানা যায়, মাত্র ১১ জন প্রাপকের হাতে নিজে হাতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। প্রথা ভেঙে বাকি ১২৯ জনের হাতে তা তুলে দেবেন কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। বিষয়টা প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়। প্রায় ৮০ জন, যাঁদের নাম পুরস্কার প্রাপকের তালিকায় ছিল, তাঁরা অনুষ্ঠান বয়কট করেন।

বৃহস্পতিবার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দেওয়া হয় প্রাপকদের হাতে। কিন্তু, এমন একটা অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেল প্রতিবাদও। রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার নেওয়া হবে না, জানতে পেরে অনেকেই বিক্ষোভ দেখান। জানিয়ে দেন, পুরস্কার নিতে যাবেন না। শেষে প্রায় ৮০ জন ওই অনুষ্ঠানে যাননি। জাতীয় পুরস্কারের মতো একটা সম্মান তাঁরা রাষ্ট্রপতির হাত থেকেই নিতে চেয়েছিলেন।

কিন্তু, কেন ১১ জন? কেনই বা স্মৃতি ইরানি?

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, পুরস্কার প্রদানের মতো কোনও অনুষ্ঠানে রামনাথ কোবিন্দ এক ঘণ্টার বেশি থাকেন না। রাষ্ট্রপতি হিসাবে তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে এটাই প্রোটোকল। আর সেই প্রোটোকল মেনে এ দিনের অনুষ্ঠানেও যে রাষ্ট্রপতি থাকতে পারবেন না, সে কথা তথ্য-সংস্কৃতি মন্ত্রককে জানানো হয়েছিল। প্রোটোকল মেনেই তাই রাষ্ট্রপতি এক ঘণ্টা ছিলেন। সেই সময়ে ওই ১১ জনকেই পুরস্কার দেওয়া যেত। রাষ্ট্রপতি থাকতে পারবেন না জানার পর মন্ত্রকের মন্ত্রী স্মৃতি ইরানি-ই তা প্রাপকদের হাতে তুলে দেবেন বলে সিদ্ধান্ত নেন।

গোটা বলিউড মুখিয়ে রয়েছে আরও একটা বিগ বলিউডি বিয়ের জন্য

তবে এই ঘটনায় প্রাপকদের অনেকেই জানিয়েছেন, তাঁদের সম্মানিত করার বদলে অসম্মানই করা হল। রাষ্ট্রপতি এবং সরকারের কাছে চিঠি দিয়ে এই প্রতিবাদপত্রও পাঠিয়েছেন তাঁরা। যে ১১ জনের হাতে রাষ্টরপতি নিজে হাতে পুরস্কার তুলে দেবেন বলে জানানো হয়, সেই তালিরায় প্রয়াত বিনোদ খন্না এবং শ্রীদেবীর নাম ছিল। প্রাপকদের অনেকেই দাবি জানিয়েছিলেন, ভাষণ এবং অন্যান্য অনুষ্ঠান কাটছাট করে যাতে সকলের হাতে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা যায়। কিন্তু, সে সব মেনে নেওয়া হয়নি। কাজেই তাঁদের হাতে গরহাজির থাকা ছাড়া কোনও উপায় ছিল না বলেই জানিয়েছেন বয়কটিদের একাংশ।

বাহুবলীর প্রযোজক প্রসাদ দেবীনেনি বলেছেন, ‘‘যদি একটা পুরস্কার শুধুই পুরস্কার হয়, তা হলে সেটা তো সরকার ডাকের মাধ্যমেই পাঠিয়ে দিতে পারে!’’