‘আবার বসন্ত বিলাপ’ দেখতে আর একটু অপেক্ষা

মনে পড়ে সৌমিত্র, অপর্ণার শত্রুতা থেকে প্রেম? দুই মেস বাড়ির সেই তুমুল বাগ্‌যুদ্ধ?
সেটা ১৯৭৩ সাল। এর পর অনেক বদলে গিয়েছেন সেই সময়ের সৌমিত্র-অপর্ণা। কিন্তু বদলায়নি ‘বসন্ত বিলাপ’এর সেই ভাললাগা। তৈরি হয়নি আর একটা বসন্ত-বিলাপ। সেই সাহসই এ বার দেখাচ্ছেন রাজেশ দত্ত ও ঈপ্সিতা রায় সরকার।
এই প্রজন্মের জন্য আসছে ‘আবার বসন্ত বিলাপ’। ইন্ড্রাস্ট্রিতে খবর, একই রকমের মজার ও কমেডি উপাদান থাকবে এই সিনেমায়। পরাণ বন্দ্যোপাধ্যায় ও খরাজ মুখোপাধ্যায়ের নামেই সেটা পরিষ্কার। বাংলার এই দুই বিখ্যাত অভিনেতাকে দেখা যাবে সংবাদপত্রের ম্যানেজার ও প্রুফ রিডার হিসেবে। সেই সংবাদপত্র যেখানে পাত্রপাত্রীর বিজ্ঞাপনের ঠিকানায় দিয়ে দেওয়া হয়েছিল মেয়েদের মেসের ঠিকানা। তার পরটা তো সবার জানা। সেই কাণ্ড ঘটিয়েছিল সৌমিত্রের নেতৃত্বাধীন চিন্ময়, রবি ঘোষদের টিম।
এ রকম নানা টুকরো টুকরো মজার ঘটনা হতে হতেই প্রেম। প্রেমের রীতিমতো হাবুডুবু অবস্থায় ছবি সমাপ্ত। সেই চির চেনা ‘বসন্ত বিলাপ’ আসছে আবার। সঙ্গে নতুন মুখ দেবলীনা ও অনুভবকে নিয়ে। এই ছবিতেই অভিষেক হতে চলেছে এই দুই অভিনেতা, অভিনেত্রীর। এ ছাড়া এই ছবিতে রয়েছেন, মুনমুন সেন। মুনমুনকে দেখা যাবে এক ব্যবসায়ীর ভূমিকায়। যিনি প্রেসে আসবেন তাঁর নিজের লেখা বই ছাপাতে। আরও দেখা যাবে, সুমিত সমাদ্দার, মীর, মৌসুমী সাহার মতো বাংলার জনপ্রীয় তারকাদের।
রাজেশ ও ঈপ্সিতা পরিচালক জুটির হাত থেকে অতীতে বেরিয়েছে ‘৬১, গড়পার লেন’। আশা করা হচ্ছে মে-জুনে এই ছবি চলে আসবে সিনেমাপ্রেমী বাঙালিদের জন্য।
এই ছবিতে থাকছে আরও বড় একা চমক। শোভনদেব চট্টোপাধ্যায়ের নামটা চেনা চেনা লাগছে কি? মানে ভাবছেন এই নামে তো মন্ত্রী রয়েছেন, টালিগঞ্জে আবার কে? তা হলে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, ঠিকই ভাবছেন। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গলায় গানও শুনতে পাবেন এই সিনেমায়।
এক কথায় একটা সারপ্রাইজ প্যাকেজ নিয়ে এই বছরই আসছে ‘আবার বসন্ত বিলাপ’।