March 2018

চাঁদে এ বার ভোডাফোনের ৪জি নেটওয়ার্ক

গোটা দুনিয়া যখন ৫জি নেটাওয়ার্ক নিয়ে ভাবনাচিন্তা করছে, চাঁদে ফোর-জি মোবাইল নেটওয়ার্ক তৈরি করতে সেখানে পাড়ি দিচ্ছে ভোডাফোন। চাঁদে প্রথম বেসরকারি উদ্যোগে অভিযান চালাতে চায় এক জার্মান সংস্থা। সেই কারণেই ওই নেটওয়ার্ক চালু করার ভাবনাচিন্তা।…


‘জ্বর ছিল শ্রীদেবীর, অ্যান্টিবায়োটিকও খাচ্ছিল’

ভাগ্নের বিযেতে দুবাই উড়ে যাওয়ার আগের দিনই কথা হযেছিল ছোটবেলার বান্ধবী পিঙ্কি রেড্ডির সঙ্গে। জানিয়েছিলেন সুস্থ নেই তিনি। তা বলে এ ভাবে চলে যেতে হবে।হবে। অনেক টানা পড়েনের পর যখন সবটাই শেষ তখন মুখ খুললেন…