দু’দিনের ধর্মঘটকে জুড়ে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মুখে সমস্যার গেরোয় গ্রাহকেরা

দু’দিনের ধর্মঘটকে জুড়ে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্কদু’দিনের ধর্মঘটকে জুড়ে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক

জাস্ট দুনিয়া ডেস্ক: দু’দিনের ধর্মঘটকে জুড়ে টানা ৪ দিন বন্ধ ব্যাঙ্ক, সেপ্টেম্বরের শেষে এমনই সমস্যার গেরোয় পড়তে চলেছেন গ্রাহকেরা।

ব্যাঙ্ক সংযুক্তিকরণের সিদ্ধান্তের প্রতিবাদ-সহ আরও কিছু দাবিতে আগামী ২৬ এবং ২৭ সেপ্টেম্বর দেশ জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক অফিসারদের ৪টি সংগঠন। ওই দু’দিন বৃহস্পতি ও শুক্রবার।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…

এর পর ২৮ তারিখ চতুর্থ শনিবার। ফলে ব্যাঙ্কে ছুটি। পর দিন রবিবার। ফলে টানা চার দিন ব্যাঙ্ক বন্ধ। ব্যাঙ্ক খুলবে আবার ৩০ সেপ্টেম্বর।

তবে, এআইবিইএ ধর্মঘটে শামিল না হওয়ায় এটিএম পরিষেবা ব্যাহত হবে না বলে জানা গিয়েছে। এটিএম কর্মীদের সংগঠন ধর্মঘটে যোগ দেবে না। ফলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ এটিএমে টাকা ভরে দেওয়ার ব্যবস্থা করলে পরিষেবা ব্যাহত না-ও হতে পারে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)