আবারও বাড়ল পেট্রল, ডিজেলের দাম, আগামী ১৮ জুন রাজ্যে ধর্মঘটে সামিল হচ্ছে পরিবহণ শিল্প

বাড়ল পেট্রল, ডিজেলের দামবাড়ল পেট্রল, ডিজেলের দাম, প্রতিবাদে ধর্মঘট ১৮ জুন।

জাস্ট দুনিয়া ডেস্ক: ফের বাড়ল পেট্রল, ডিজেলের দাম। কলকাতায় মঙ্গলবার ডিজেলের লিটার প্রতি দাম ৭০ টাকা ৬৩ পয়সা। পেট্রলের দাম বেড়ে হয়েছে ৭৯ টাকা ২৪ পয়সা। এই দাম ফের বাড়তে পারে বলে আশঙ্কায় সব মহলই

এ দিন কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাই— চার মেট্রো শহরেই ডিজেলের দাম বেড়েছে। লিটার প্রতি ২৬ থেকে ২৮ পয়সা করে দাম বা়ড়ানো হয়েছে। এর ফলে রাজধানী দিল্লিতে ডিজেলের দাম বেড়ে হল ৬৮ টাকা ৮ পয়সা, পেট্রলের দাম বেড়ে হয়েছে ৭৬ টাকা ৫৭ পয়সা। কর্নাটক ভোটের পর কেটে গিয়েছে ১০ দিন। সেই ১০ দিনে মোট ৯ বার বাড়ল তেলের দাম। গত রবিবারই কলকাতায় ডিজেলের লিটার পিছু দাম ৭০ টাকা ছাড়িয়েছে।

ডিজেলের এই রেকর্ড দাম বাড়াতে পরিবহণ শিল্পে জোর ধাক্কার সম্ভাবনা। অস্বাভাবিক এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই অল ইন্ডিয়া মোটরস্‌ কংগ্রেস দেশ জুড়ে আগামী ১৮ জুন ধর্মঘটের ডাক দিয়েছে। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটার্স ওয়েলফেয়ার-সহ একাধিক সংগঠন।

ধর্মঘটে সামিল না হলেও, ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বেঙ্গল বাস সিন্ডিকেট। তাদের মতে, ধর্মঘট ডাকার আগেই বাস, মিনিবাস বাজার থেকে উঠে যাবে। এখন বেসরকারি বাসে ন্যূনতম ভাড়া ৬ টাকা। মিনিবাসে উঠলে ন্যূনতম ৭ টাকা ভাড়া। কিন্তু, সিন্ডিকেটের দাবি, ওই ভাড়ায় আর বাস চালানো সম্ভব নয়। তারা দীর্ঘ দিন ধরেই ভাড়া বাড়ানোর দাবি জানিয়ে এসেছেন। রাজ্যের পরিবহণ মন্ত্রীর উপস্থিতিতে একাধিক বৈঠক হয়েছে। তার পরেও তেমন কোনও রফাসূত্র বের করতে পারেনি রাজ্য সরকার।

ডিজেলের দাম এক ধাক্কায় ৭০ টাকা কলকাতায়, নতুন ও সর্বকালীন রেকর্ড

ট্রাক সংগঠনগুলির মতো ধর্মঘটকেই প্রতিবাদের পথ হিসেবে বেছে নিচ্ছে ট্যাক্সি চালকদের সংগঠনগুলি। ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটার্স কোঅর্ডিনেশন কমিটি এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি ওয়ার্কস ফেডারেশনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রেখে তারা আগামী ১২ জুনের পর সিদ্ধান্ত নেবে। পরিস্থিতি না বদলালে ১৮ জুনের ধর্মঘটে তারাও যোগ দেবে। এই মুহূর্তে ট্যাক্সিতে উঠলে ন্যূনতম ভাড়া ২৫ টাকা। সংগঠনের দাবি, ওই ভাড়া ৩৫ টাকা করতে হবে। তাদের অভিযোগ, অ্যাপের মাধ্যমে বুক করা ট্যাক্সির ক্ষেত্রে ন্যূনতম ভাড়ার কোনও লাগাম নেই। এক এক সময়ে এক এক রকম। হলুদ ট্যাক্সির ক্ষেত্রে ভাড়া না বাড়ালে তা চালানো আর সম্ভব নয়।