এসবিআই এটিএম থেকে প্রতি দিন টাকা তোলার ঊর্ধসীমা কমিয়ে অর্ধেক করা হচ্ছে

এসবিআই এটিএমএসবিআই এটিএম

জাস্ট দুনিয়া ডেস্ক: এসবিআই এটিএম থেকে এক দিনে এত দিন তোলা যেত ৪০ হাজার টাকা। এ বার সেই টাকার অঙ্ক কমিয়ে অর্ধেক করে দেওয়া হল। আগামী ৩১ অক্টোবর থেকে এই নিয়ম কার্যকরী হবে।

এটিএম থেকে টাকা জালিয়াতির ঘটনা ইদানীং প্রবল বেড়ে গিয়েছে। সেই জালিয়াতি ঠেকাতেই টাকা তোলার অঙ্ক কমানো হয়েছে বলে এসবিআই সূত্রে দাবি করা হয়েছে। পাশাপাশি, ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহীত করতেও এই পন্থা নেওয়া হচ্ছে বলে এসবিআই সূত্রে খবর। তবে এই অঙ্ক কমানোর ফলে গ্রাহকদের কোনও অসুবিধা হবে না বলেই এসবিআইয়ের দাবি। দেশ জুড়ে নিজেদের শাখাগুলিতে নোটিস লাগিয়ে এই সার্কুলার জারির নির্দেশ দিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি দিনই প্রচুর অভিযোগ জমা পড়ে। সেই সব অভিযোগে গ্রাহকরা এটিএম জালিয়াতির কথা উল্লেখ করেন। সেই জালিয়াতি ঠেকাতে এবং ডিজিটাল ও মুদ্রাহীন লেনদেনকে উৎসাহীত করতেই এটিএম থেকে টাকা তোলার অঙ্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘ক্ল্যাসিক’ এবং ‘ম্যায়েস্ট্রো’ ধরনের ডেবিট কার্ডেই ওই ব্যবস্থা চালু করা হবে বলে ব্যাঙ্ক সূত্রে জানানো হয়েছে।

উৎসবের মরসুমে গ্রাহকদের যাতে সমস্যা না হয়, সে কারণেই দীপাবলির পরেই ওই নিয়ম চালু করা হচ্ছে। এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টর পি কে গুপ্ত বলেন, ‘‘আমাদের অভ্যন্তরীণ বিশ্লেষণ থেকে দেখা গিয়েছে, এক দিনে প্রচুর টাকা এটিএএম থেকে তোলার মতো গ্রাহক প্রায় নেই। তাই ২০ হাজার অঙ্কটা গ্রাহকদের জন্য খুবই স্বচ্ছন্দের। আমরা দেখতে চাইছি, কম অঙ্কের টাকা তোলার বিষয়টি জালিয়াতি কমায় কি না!’’

ডাবল-ডেকার বোয়িং ৭৪৭ জাম্বো বিমান উড়বে এ বার শহর থেকে

পি কে গুপ্ত আরও জানান, যে সমস্ত গ্রাহকদের ২০ হাজারের বেশি টাকা তোলার প্রয়োজন রয়েছে, তাঁরা তাঁদের ডেবিট কার্ডের ধরন পাল্টে ফেলতে পারেন। ‘ক্ল্যাসিক’ এবং ‘ম্যায়েস্ট্রো’ কার্ডের বদলে তাঁরা এসবিআই প্ল্যাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে প্রতি দিন ১ লাখ টাকা তোলা যাবে। এ ছাড়াও গোল্ড ডেবিট কার্ড রয়েছে। ওই ডেবিট কার্ডের মাধ্যমে প্রতি দিন ৫০ হাজার টাকা তোলা যায়। যদিও এই দুই ক্ষেত্রেই এসবিআই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স অনেক বেশি রাখতে হবে।

রবিবারই এটিএম জালিয়াতি কাণ্ডে আরও দুই রোমানীয় যুবককে গ্রেফতার করে পুলিশ। তার পরের দিনই এমন সিদ্ধান্তের কথা শোনাল এসবিআই।