বাইক নিয়ে নানা স্বপ্ন দেখেন? সেই স্বপ্ন সফল করতে আসছে রয়্যাল এনফিল্ডের জোড়া উপহার

বাইক

জাস্ট দুনিয়া ডেস্ক: বাইক দেখলেই নিশ্চই মন ছুটে যায় অজানার উদ্দেশে? মনে পড়ে যায় মহেন্দ্র সিং ধোনির সেই বিভিন্ন ধরণের বাইকের শখ। আপনিওতো সেরকমই। অতগুলো না হলেও একটা তো বাড়ির গ্যারাজে দরকার। না হলে মন উড়তে উড়তেও কোথাও থেমে যায়। গুনগুন করে নিশ্চই গেয়ে ওঠেন ‘এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো বল তো?’ কিন্তু সব এসে ধাক্কা খায় ওই গ্যারাজটাই। সেই প্রাচীন কালের বাইকটাই ভরসা যে। তাই আজ মন তাঁর সঙ্গে হারাতে চাইলেও হারাতে পারছেন না।

ভাবছেন এত রোমান্টিক স্বপ্ন দেখিয়ে না জানি কী বলতে চলেছে এই ওয়েব সাইট। চিন্তা নেই, আপনার মতো বাইকপ্রেমীদের আমরা হতাশ করব না। বরং দারুণ দুটো বাইকের খবর দেব। যা আর একমাসের মধ্যেই চলে আসতে পারে হাতের মুঠোয়। আর সেটা যদি হয় রয়্যাল এনফিল্ড তা হলে সেই বাইক নিয়ে আপনি যে আকাশে ওড়ার স্বপ্ন দেখবেন সেটাই স্বাভাবিক।

যাক সে সব ভনিতা ছেড়ে এ বার আসল খবরে আসা যাক। দ্য গ্র্যান্ড বাইক, রয়্যাল এনফিল্ড  এ বার ভারতের বাজারে আনতে চলেছে জোড়া মডেল। একসঙ্গে দু’দুটো। কন্টিনেন্টাল জিটি ৬৫০ ও ইন্টাসেপ্টর ৬৫০ ভারতে চলে আসছে নভেম্বরেই। এখনও বোধনের দিনক্ষণ ঠিক না হলেও নভেম্রের ১৩, ১৪, ১৫-র মধ্যে ভারতের বাজারে চলে আসবে এই বাইক। তার পর আর কী কাজ আপনার? স্বপ্নটা সফল করে ফেলা। রয়্যাল এনফিল্ডের বার্ষিক অনুষ্ঠানেই উদ্বোধন করা হবে এই দুই বাইকের।

পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম বিমান সফর শুরু

সংস্থার তরফে জানানো হয়েছে রয়্যাল এনফিল্ড ৬৫০-র টুইন মডেল ভারতের বাজারে দীর্ঘদিন চালানোর পরিকল্পনা নিয়েই আনা হচ্ছে। ইতিমধ্যেই এই দুই মডেল চালু হয়ে গিয়েছে ক্য়ালিফোর্নিয়ায়। যা বেশ সাআরা ফেলে দিয়েছে। এই বাইক গত বছরই ইআইসিএমএ-র শোয়ে সরকারিভাবে লঞ্চ করা হয়েছিল। কিন্তু ভারতের বাজারে আনতে অনেকটা সময় নিয়ে নিল। কারণ হিসেবে জানানো হয়েছে, যে দুটো বাইক আনা হচ্ছে সেগুলো যাতে সব রকম রাস্তায় ভাল চলে সেটাই দেখা হচ্ছিল। সেইমতো রূপ দিতেই সময় লেগে গেল বেশ খানিকটা।

ভারতের রাস্তা সম্পর্কে সকলেরই জানা। সে শহর হোক বা মফস্বল। রাস্তাই মানুষের জীবন থেকে অনেকটা সময় চুরি করে নিচ্ছে। যে রাস্তা পেড়তে লাগে ২০ মিনিট তা পেড়তে হচ্ছে এক ঘণ্টায়। এরকম আরও উদাহরণ রয়েছে। যা দেখে রয়্যাল এনফিল্ড নতুন করে ভাবতে  বাধ্য হয়েছে এই বাইককে ভারতের বাজারে আনার জন্য।

রয়্যাল এনফিল্ড যখন তখন দামটা যে আকাশ ছোঁয়া হবে সেটাই স্বাভাবিক। যদিও সংস্থার তরফে এখনও কোনও মন্তব্য করা হয়নি দাম নিয়ে। তবে মনে করা হচ্ছে রয়্যাল এনফিল্ড কন্টিনেন্টাল জিটি ৬৫০-র দাম হতে পাররে সাড়ে তিন লাখ থেকে চার লাখের মধ্যে। রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টর ৬৫০-র দামও একই হবে বলে মনে করা হচ্ছে।