রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া, বাড়তে পারে সুদের হার

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া

জাস্ট দুনিয়া ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া বাড়াল স্বল্পমেয়াদি ঋণের হার। মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে এবং ভবিষ্যতে যাতে মূল্যবৃদ্ধির উপরও নিয়ন্ত্রণ রাখা যায় সে কারণে এই  রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। বুধবার স্বল্পমেয়াদি ঋণের হার ০.২৫% বাড়িয়ে, করে দেওয়া হল ৬.৫%। এ বার নতুন যাঁরা ঋণ নেবেন তাঁদের মাথায় ঝুলছে বেশি ইএমআই-এর খাড়া। পুরনো ঋণের ক্ষেত্রে কী হবে তা এখনও পরিষ্কার নয়।

এই রেপো রেটের হের ফেরের জন্য কী কী পরিবর্তন হতে পারে দেখে নেওয়া যাক এক নজরে।

৩০ লক্ষ টাকার বাড়ির ঋণ যদি ২০ বছরে শোধের পরিকল্পনা থাকে তা হলে সম্পূর্ণ ঋণের উপর  ১ লাখ টাকা বেশি দিতে হতে পারে। আগে ৮.৫% রেটে ১ লাখের উপর ইএমাই ছিল ৮৬৮ টাকা। ৮.৭৫% রেটে তা বেড়ে হবে ৮৮৪ টাকা। গাড়ির ঋণের ক্ষেত্রেও একইভাবে ১০ লাখ টাকার হলে ৫ বছরের মেয়াদে সুদের হারে য়োগ হতে পারে ৭০০০ টাকার আসপাশে।

কানাড়া ব্যাঙ্ক এটিএম কার্ড গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে হঠাৎই উধাও হাজার হাজার টাকা

এর ফলে প্রভাব পড়বে বিভিন্ন মিউচুয়াল ফান্ড ও স্বল্প সঞ্চয়ের উপর। ব্যাঙ্কের মেয়াদি জমা টাকার উপরও এর প্রভাব পড়বে।