প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়িয়ে চাকুরীজীবিদের জন্য সুখবর ভোটের আগে

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার

জাস্ট দুনিয়া ডেস্ক: প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়িয়ে চমক ভোটের আগে। সুদের হার বাড়তে চলেছে .১০ শতাংশ। বৃহস্পতিবারই আবেদন জানানো হয়েছে ইপিএফও-র তরফে। দ্রুত তাঁতে স্বীকৃতির শিলমোহর পড়বে।

সামনেই লোকসভা নির্বাচন। তার আগে বড় চমক এল প্রভিডেন্ট ফান্ডে। চাকুরীজীবীরা তাতে উৎসব করতে পারেন। বাড়তে চলেছে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড সংস্থা (ইপিএফও) বৃহস্পতিবার প্রভিডেন্ড ফান্ডের সুদের হার বাড়ানোর আবেদন জানালো। ৮.৫৫ থেকে তা বাড়িয়ে ৮.৬৫ করার প্রস্তাব দেওয়া হয়েছে বর্তমান আর্থিক বছরে (২০১৮-১৯)। লেবার মিনিস্টার সন্তোষ গাংওয়ার পিটিআইকে এই তথ্য জানিয়েছেন।

(ব্যবসা-বানিজ্য সংক্রান্ত খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

২০১৭-১৮ আর্থিকবর্ষে পিএফের সুদের হার ছিল ৮.৫৫ শতাংশ। .১০ শতাংশ সুদের হার বাড়ানোর সঙ্গে উপকৃত হবেন ছ’কোটি  প্রভিডেন্ট ফান্ডের গ্রহিতা। এর আগে সুদের হার বেড়েছিল ২০১৬-১৭ আর্থিকবর্ষে।

অর্থমন্ত্রকে এই আর্জি গৃহিত হলেই আর্থিক বছরের শেষে টাকা ঢুকে যাবে গ্রহিতাদের অ্যাকাউন্টে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন এই লিঙ্কে)