নীরব মোদী গ্রেফতার, লন্ডন পুলিশের হেফাজতেই থাকতে হবে ২৯ মার্চ অবধি

নীরব মোদী গ্রেফতারনীরব মোদী গ্রেফতার

জাস্ট দুনিয়া ডেস্ক: নীরব মোদী গ্রেফতার লন্ডন পুলিশের হাতে। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। বুধবার নীরব মোদীকে ওয়েস্টমিনস্টারের ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হয়। আদালত নির্দেশ দিয়েছে, আগামী ২৯ মার্চ পর্যন্ত লন্ডন পুলিশের হেফাজতেই থাকতে হবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক প্রতারণা কাণ্ডের প্রধান অভিযুক্ত নীরবকে।

তবে, এ দি নীরব মোদীর জামিনের জন্য প্রচুর চেষ্টা করেন তাঁর আইনজীবীরা। ব্যারিস্টার জর্জ হেপবার্ন-স্কট-এর নেতৃত্বে সলিসিটর আনন্দ দুবে আদালতের কাছে নীরবের জামিরে আবেদন করেন। ৫ লক্ষ পাউন্ডের বন্ডে ওই জামিন চাওয়া হয়। কিন্তু বিচারক সেই আবেদন খারিজ করে দেন। তাঁর মতে, জামিন পেলে নীরব মোদী আত্মসমর্পণ না-ও করতে পারেন। আর তেমনটা ভাবার যথেষ্ট কারণ রয়েছে বলেই আদালতে জানা‌ন বিচারক।

নীরব মোদী সংক্রান্ত সমস্ত খবর পড়তে এখানে ক্লিক করুন…

লন্ডন মেট্রোপলিটন পুলিশের তরফে জানানো হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষের হয়ে ১৯ মার্চ লন্ডনের হোবর্ন থেকে নীরব মোদী গ্রেফতার হয়েছেন। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা যাচ্ছে, গত বছরের জুলাইতেই নীরবের প্রত্যর্পণ চেয়ে ব্রিটেনকে অনুরোধ করা হয়েছিল। সেই অনুরোধের কপি ওয়েস্টমিনস্টারের আদালতে পাঠানো হয়। তার পরেই নীরবের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। অবশেষে লন্ডন পুলিশ তাঁকে গ্রেফতারও করে। ওই আদালতে আগামী ২৯ মার্চ থেকে চলবে প্রত্যর্পণ মামলার শুনানি।

এর আগে গত ৯ মার্চ লন্ডনের রাস্তায় আচমকাই ব্রিটেনের সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে গিয়েছিলেন নীরব মোদী। তখন তাঁর গায়ে দেখা গিয়েছিল ৯ লক্ষ টাকা দামের জ্যাকেট! এ দিন অবশ্য আদালতে নীরবের পরনে দেখা গিয়েছে সাদা রঙের শার্ট এবং নীল ট্রাউজার্স। পরে জানা গিয়েছিল, লন্ডনে নতুন করে নীরব মোদী হিরের ব্যবসা শুরু করেছেন। লন্ডনে যে ফ্ল্যাটে তিনি থাকছিলেন, তাঁর ভাড়াই মাসে প্রায় ১৫ লাখ টাকা!

নীরব মোদীর বিরুদ্ধে দেশ-বিদেশের ২০০টি বেনামি সংস্থায় টাকা সরানোর পাশাপাশি হিরে, সোনা, দামি পাথর ছাড়াও জমি-বাড়ি কেনার অভিযোগ রয়েছে। তবে, মূল অভিযোগ অন্য। মোটা ঋণ পেতে নিয়ম ভেঙে ব্যাঙ্ক গ্যারান্টি আদায় করেছিলেন নীরব মোদী। এমনকি, জাল তথ্য দিয়ে ব্যাঙ্কের বিদেশের শাখা থেকে বিপুল অঙ্কের ঋণ হাতানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে প্রায় ১৪ হাজার কোটি টাকা ঋণখেলাপে অভিযুক্ত নীরব মোদী।

গত বছরের পয়লা জানুয়ারি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন হিরে ব্যবসায়ী নীরব মোদী। একই সময়ে দেশ ছাড়েন তাঁর ভাই নিশাল, ব্যবসায়ীক সহযোগী তথা সম্পর্কে মামা মেহুল চোক্সী। নীরবের মার্কিন নাগরিক স্ত্রী অ্যামিও দেশ ছাড়েন। ওই মাসেরই শেষের দিকে মোদী এবং চোক্সীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এর পরেই তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিস জারি করে সিবিআই এবং ইডি। নীরব মোদীর গ্রেফতারির পর জানা গিয়েছে ইডি এবং সিবিআইয়ের যৌথ দল লন্ডনে যাবে। এ ব্যাপারে তারা ভারতীয় হাইকমিশনের সঙ্গে কথাও বলেছে।

কী ভাবে প্রতারণার কবলে পিএনবি?

নীরব মোদী লন্ডনে, গায়ে ৯ লাখের জ্যাকেট, ধরা পড়লেন ভিডিওয়

জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন