বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন এ বার পাঁচে পা দিল, শিল্পপতিদের বিনিয়োগ প্রতিশ্রুতিতে খুশি মুখ্যমন্ত্রী

বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনবিশ্ব বঙ্গ শিল্প সম্মেলনের উদ্বোধনী দিনে...

জাস্ট দুনিয়া ডেস্ক: বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন (বিজিবিএস) এ বার পাঁচ বছরে পড়ল। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার দু’দিনের এই সম্মেলন শুরু হয়েছে। আজ শুক্রবার তার শেষ দিন।

সামনেই লোকসভা নির্বাচন। ভোটের আগে শিল্পপতিদের কেউই কোথাও ভোটের আগে বড়সড় কোনও বিনিয়োগের কথা ঘোষণা করেন না তেমন ভাবে। সেই রীতি মেনে সম্মেলনের শুরুর দিনে তেমন বড় কোনও প্রতিশ্রুতির কথা শোনা গেল না। বরং সকলেই এ রাজ্যে নিজেদের বিনিয়োগ বজায় রাখবেন, এমনটাই বললেন। তবে দিনের শেষে রাজ্যের ঝুলিতে কত পরিমাণ বিনিয়োগ এসেছে বা আসছে, তার হিসাব শুক্রবার মিলবে।

গত বারের বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন ( বিজিবিএস )-এর বক্তৃতায় মুকেশ অম্বানী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওয়েস্ট বেঙ্গল ‘বেস্ট বেঙ্গল’ হবে। এ বার এসে তিনি সেই কথার সূত্র ধরে জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিন রিলায়্যান্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ অম্বানী তাঁর ‘জিও’র পরিষেবা সম্প্রসারণে আরও ১০ হাজার কোটি টাকার কাজ চলার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, ‘‘২০১৬-য় আমি প্রথম এসেছিলাম এই সম্মেলনে। তখন এ রাজ্যে আমাদের সংস্থার মোট বিনিয়োগ ছিল সাড়ে ৪ হাজার কোটি টাকা। তিন বছরের মধ্যে সেই বিনিয়োগ এখন গিয়ে দাঁড়িয়েছে ২৮ হাজার কোটি টাকায়।’’ মুকেশের দাবি, গোটা দেশে বিনিয়োগের ১০ ভাগের এক ভাগই তাঁরা এ রাজ্যে করেছেন। তিনি আরও বলেন, ‘‘সামনের দু’বছরে ৫০ হাজার যুবক-যুবতী চাকরি পাবেন।’’ এ রাজ্যে ১ হাজার জিও সার্ভিস পয়েন্ট তৈরি করতে চাইছেন তাঁরা।

বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন

পঞ্চম বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)

একা মুকেশ নন, আদানি গোষ্ঠীর করণ আদানি বন্দর ও লজিস্টিকস পার্ক প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিনিয়োগের কথা জানিয়েছেন। এ দিন মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন অনুসারী শিল্পের কারখানা। এটি হলদিয়া পেট্রোকেমের পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের উদ্যোগ। সিমেন্ট কারখানা-সহ নানা প্রকল্পে বিনিয়োগের কথা জানিয়েছেন জিন্দল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল। মিত্তল গোষ্ঠীর কর্ণধার রাজন ভারতী মিত্তল জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আরও ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন তাঁরা। এই বিনিয়োগের ফলে ৩০ হাজার কর্মসংস্থান হবে। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, এ রাজ্যে ২৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছেন তাঁরা।

আয়করে ছাড় নিয়ে বিভ্রান্তি প্রথমে, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে কর ছাড় দিলেন মোদী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চম বিশ্ব বঙ্গ শিল্প সম্মেলন-এর উদ্বোধনে জানিয়েছেন, রাজ্যকে লগ্নির গন্তব্য হিসেবে তুলে ধরতে চেয়েছেন তিনি। দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন শিল্পের পাশে। তিনি দাবি করেছেন, রাজ্যের ভাবমূর্তি বদলে গিয়েছে। এখন আর রাজ্যে বন্‌ধ বা শ্রমদিবস নষ্ট হয় না। পশ্চিমবঙ্গ এখন অন্য রকম জায়গা, বলেও মন্তব্য করেন তিনি।

(বাণিজ্য সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন)