আয়করে ছাড় নিয়ে বিভ্রান্তি প্রথমে, পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে কর ছাড় দিলেন মোদী

বাজেট নিয়ে প্রস্তুত নির্মলাবাজেট

জাস্ট দুনিয়া ডেস্ক: আয়করে ছাড় নিয়ে বিভ্রান্তি প্রথমে, আর ঘোষণা শুনেই উল্লাসে ফেটে পড়ল সংসদ। কিন্তু পরে বোঝা গেল পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ে কর ছাড় দিয়েছে মোদী সরকার।

শুক্রবার সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। সেখানে পীযূষ আয়করে ছাড়ের বিষয়টি এমন ভাবে উপস্থাপন করেন, যাতে মনে হয়েছিল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা পাঁচ লক্ষ টাকা করা হল। কিন্তু পরে বোঝা যায়, ৫ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় হলে আয়কর আইনের ৮৭-এ ধারা অনুযায়ী পুরো কর ছাড় পাওয়া যাবে। অর্থাৎ কোনও ব্যক্তির করযোগ্য আয় ৫ লক্ষ টাকা বা তার কম হলে তবেই তিনি এই ছাড়ের সুবিধা পাবেন। কিন্তু করযোগ্য আয় ৫ লক্ষ টাকার বেশি হলে এই সুবিধা পাওয়া যাবে না। সে ক্ষেত্রে বর্তমান হারেই তাঁদের আয়কর দিতে হবে।

আরও একটু ভেঙে বললে যেটা দাঁড়ায়— ধরা যাক, কোনও ব্যক্তির আয় বছরে ৭ লক্ষ টাকা। বিনিয়োগ, স্ট্যান্ডার্ড ডিডাকশন, বাড়ি ভাড়া, গৃহঋণের সুদ-সহ বিভিন্ন ছাড় মিলিয়ে যদি তাঁর করযোগ্য আয় ৫ লক্ষ টাকার কম হয়, তা হলে কোনও কর দিতে হবে না। কিন্তু সব ছাড় বাদ দিয়েও যদি তাঁর করযোগ্য আয় ৫ লক্ষ ১ হাজার টাকা হয়, সে ক্ষেত্রে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ধরা হবে আগের মতো সেই আড়াই লক্ষ টাকা। অর্থাৎ বাকি ২ লক্ষ ৫১ হাজার টাকার উপরই তাঁকে আয়কর দিতে হবে।

২০১৯-এর অর্থবিলে ৮৭-এ ধারায় কর ছাড় তথা ট্যাক্স রিবেট এখনকার আড়াই হাজার টাকা থেকে বাড়িয়ে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। এর আগে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয় হলে আড়াই হাজার টাকা কর ছাড় তথা রিবেট পাওয়া যেত। কিন্তু অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী তার ঊর্ধ্বসীমা সাড়ে তিন লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ কোনও ব্যক্তির করযোগ্য আয় পাঁচ লক্ষ টাকা হলে বছরে কর বাবদ তাঁর সাশ্রয় হবে সাড়ে ১২ হাজার টাকা।

আগামী কয়েক মাসের মধ্যেই দেশে সাধারণ নির্বাচন। তার আগে এটাই মোদী সরকারের শেষ বাজেট। অন্তর্বর্তী সেই বাজেটে তাই গরিব-মধ্যবিত্ত ভোটব্যাঙ্কেই নজর ছিল মোদী সরকারের। থাকল প্রান্তিক কৃষককে বার্ষিক আর্থিক সাহায্য, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য পেনশনের মতো ঘোষণা। কিন্তু পরিকাঠামো, শিল্প ক্ষেত্রে, দুর্নীতি দমনে তেমন কোনও আশার ঘোষণা নেই। নেই কর্মসংস্থানে দিশা দেখানোর মতো প্রস্তাবও।

বিমান ভাড়ায় বিপুল ছাড় দিচ্ছে জেট, গো এয়ার, স্পাইস জেট সংস্থা

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ দেখতে এখানে ক্লিক করুন)