১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জুড়ে হয়ে যাচ্ছে চারটি, ঘোষণা সীতারামনের

১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জুড়ে হয়ে যাচ্ছে চারটি১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জুড়ে হয়ে যাচ্ছে চারটি

জাস্ট দুনিয়া ডেস্ক: ১০টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক জুড়ে হয়ে যাচ্ছে চারটি, এমনটাই শুক্রবার ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ব্যাঙ্ক সংযুক্তিকরণের এই সিদ্ধান্ত ঘোষণা করে তিনি জানিয়েছেন, এর ফলে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংখ্যা ১৮ থেকে কমে ১২-তে নেমে আসবে।

মিশে যাচ্ছে যে ১০ ব্যাঙ্ক— পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইলাহাবাদ ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্ক। এই ১০টি ব্যাঙ্ক মিশে ৪টি হচ্ছে।

আগেই মিশে গিয়েছে স্টেট ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অব পাতিয়ালা, স্টেট ব্যাঙ্ক অব বিকানির অ্যান্ড জয়পুর, স্টেট ব্যাঙ্ক অব মহীশূর, স্টেট ব্যাঙ্ক অব ত্রিবাঙ্কুর, স্টেট ব্যাঙ্ক অব হায়দরাবাদ, ভারতীয় মহিলা ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব বরোদা ও দেনা ব্যাঙ্ক।

এই সংক্রান্ত আরও খবর পড়তে ক্লিক করুন…

অর্থনীতির ঝিমিয়ে পড়া দশা কাটাতে এই পদক্ষেপ কাজে আসবে বলে মন্তব্য করেছেন সীতারামন। পাশাপাশি ২০২৪-এ প্রধানমন্ত্রীর ঘোষিত ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতির লক্ষ্য পূরণ করার লক্ষ্যে এটা একটা পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

অর্থমন্ত্রী সীতারামন আশ্বাস দিয়েছেন, অন্য ব্যাঙ্কের সঙ্গে মিশে যাওয়া ব্যাঙ্কে যাঁদের অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের চিন্তার কোনও কারণ নেই। কোনও কর্মীকে ছাঁটাই করাও হবে না। তবে ব্যাঙ্ক ইউনিয়নগুলির সংযুক্ত ফোরাম জানিয়েছে, শনিবার দেশ জুড়ে কালো ব্যাজ পরে প্রতিবাদ-বিক্ষোভ হবে।

২০১৭-তে দেশে ২৭টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছিল। এর পরে স্টেট ব্যাঙ্কের সঙ্গে পাঁচটি সহযোগী ব্যাঙ্ক ও ভারতীয় মহিলা ব্যাঙ্ক মিশিয়ে দেওয়া হয়। গত বছর বরোদা ব্যাঙ্কের সঙ্গে মিশে যায় বিজয়া ও দেনা ব্যাঙ্ক। আইডিবিআই-এর অধিকাংশ শেয়ার কিনে নেয় এলআইসি।

এই সংযুক্তিকরণের বাইরে থেকে যাচ্ছে, ইউকো ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ও পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক।

মিশে যাচ্ছে যে ১০ ব্যাঙ্ক
• পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক
• ওরিয়েন্টাল ব্যাঙ্ক অব কমার্স
ইউনাইটেড ব্যাঙ্ক
• ইন্ডিয়ান ব্যাঙ্ক
• ইলাহাবাদ ব্যাঙ্ক
• ইউনিয়ন ব্যাঙ্ক
• অন্ধ্র ব্যাঙ্ক
• কর্পোরেশন ব্যাঙ্ক
• কানাড়া ব্যাঙ্ক
• সিন্ডিকেট ব্যাঙ্ক

বাইরে থেকে যাচ্ছে
• ইউকো ব্যাঙ্ক
• সেন্ট্রাল ব্যাঙ্ক অব ইন্ডিয়া
• ব্যাঙ্ক অব ইন্ডিয়া
• ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক
• পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)