অজিত মোহন, ভারতে ফেসবুকের দায়িত্বে নিয়ে কাজ শুরু করবেন আগামী বছর থেকে

অজিত মোহনঅজিত মোহনের ফেসবুক থেকে।

জাস্ট দুনিয়া ডেস্ক: অজিত মোহন , ভারতে ফেসবুকের ম্যানেজিং ডিরেক্টর ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করা তাঁকে। আগামী বছরের শুরু থেকে তিনি কাজে যোগ দেবেন। ভারতে ফেসবুকের এই পদ প্রথম। যাঁর দায়িত্বে থাকবে ভারতে ফেসবুকের পুরো টিমকে ম্যানেজকরার সঙ্গে সঙ্গে স্ট্র্যাটেজিও তৈরি করা। যাতে ফেসবুক ভারতের তাদের লগ্নি বজায় রাখতে পারে সেই দিকেই নজর দিতে হবে অজিত মোহনকে।

ভারতে ফেসবুকের যে সিনিয়র লিডারশিপ টিম রয়েছে তাদের মাথায়ও বসানো হল তাঁকে। যাঁদের কাজ মানুষের সঙ্গে ফেসবুকে সম্পর্ক, ব্যবসা, সরকারি বিধি-নিষেধ এবং সংস্থার হয়ে ভারতের মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক তৈরি করা ও পাশে দাড়ানো।

ভারতের ফেসবুকের দায়িত্ব পেয়ে আমি খুশি। এটা একটা দারুণ সুযোগ সংস্থার লক্ষ্যকে রূপ দেওয়া। যার মধ্যে দিয়ে গোটা বিশ্বকে কাছাকাছি নিয়ে আসা সম্ভব বিশ্বের সব থেকে উন্নতমানের একটা মার্কেটে।

ফেসবুকে ব্যবসা ও মার্কেটিং পার্টনারশিপের ভাইস প্রেসিডেন্ট ডেভিড ফিশার বলেন, ‘‘ফেসবুকের জন্য ভারত সব থেকে বড় এবং স্ট্র্যাটিজিক্যালি গুরুত্বপূর্ণ দেশ। আমরা যদি মনে করি ভারতের মানুষকে এক ছাতার তলায় আনব, কমিউনিটি তৈরি করব তা হলে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।অজিতের যা অভিজ্ঞতা সেটা আমাদের সাহায্য করবে এগিয়ে যেতে। ভারতজুড়ে কমিউনিটি, অর্গানাইজেশন, বিজনেসের উপর সদর্থক প্রভাব পড়বে।’’

দেনা, বিজয়া এবং ব্যাঙ্ক অব বরোদা, এই তিন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক মিশে যাচ্ছে

ফেসবুকে যোগ দিয়ে অজিত মোহন বলেন, ‘‘ভারতের ফেসবুকের দায়িত্ব পেয়ে আমি খুশি। এটা একটা দারুণ সুযোগ সংস্থার লক্ষ্যকে রূপ দেওয়া। যার মধ্যে দিয়ে গোটা বিশ্বকে কাছাকাছি নিয়ে আসা সম্ভব বিশ্বের সব থেকে উন্নতমানের একটা মার্কেটে।’’ ফেসবুকে যোগ দেওয়ার আগে অজিত মোহন ছিলেন হটস্টারে। স্টার ইন্ডিয়ার স্ট্রিমিং প্ল্যাটফর্ম  হটস্টার। সেখানে তিনি ছিলেন চিফ এক্সিকিউটিভ অফিসার।

তাঁর হাত ধরেই তৈরি হয়েছিল হটস্টার। যা ছেয়ে গিয়েছে ভারতের বাজারে। এর আগে ম্যাকেনজি অ্যান্ড কোম্পানীর নিউ ইয়র্ক অফিসের মিডিয়া সংস্থার সঙ্গে কাজ করেছেন। গ্র্যাজুয়েশেন করেছেন জন হপকিন্স ইউনিভার্সিটির স্কুল অব অ্যাডভান্স ইন্টারন্যাশনার স্টাডিজ ও পেনসিলভানিয়া ইউনিভার্সিটির হোয়ার্টন স্কুল থেকে।

ফেসবুকের জন্য ভারত সব থেকে বড় এবং স্ট্র্যাটিজিক্যালি গুরুত্বপূর্ণ দেশ। আমরা যদি মনে করি ভারতের মানুষকে এক ছাতার তলায় আনব, কমিউনিটি তৈরি করব তা হলে এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।অজিতের যা অভিজ্ঞতা সেটা আমাদের সাহায্য করবে এগিয়ে যেতে।