দেনা, বিজয়া এবং ব্যাঙ্ক অব বরোদা মিশে তৈরি হচ্ছে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক

দেনা, বিজয়া এবং ব্যাঙ্ক অব বরোদা

জাস্ট দুনিয়া ডেস্ক: দেনা, বিজয়া এবং ব্যাঙ্ক অব বরোদা, এই তিন রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক মিশে যাচ্ছে। ওই তিনে মিলে তৈরি হতে চলেছে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক। কেন্দ্রীয় সরকারের তরফে সোমবার এই ঘোষণা করা হয়েছে। ব্যাঙ্কিং পরিষেবায় স্বচ্ছতা আনতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সূত্রে খবর। ওই তিন ব্যাঙ্ককে এক ছাতার তলায় আনার পর নতুন সংগঠনকে মূলধনগত সাহায্য কেন্দ্রীয় সরকারই করবে।

এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠক করেন অর্থনৈতিক পরিষেবা সংক্রান্ত সচিব রাজীব কুমার। তিনি জানান,  ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির প্রধান সমস্যা ‘নন পারফর্মিং অ্যাসেট’ অর্থাৎ অনাদায়ী ঋণ। এবং তার পরিমাণ প্রায় ৮.৯৯ লক্ষ কোটি টাকা! এই অনাদায়ী ঋণ কী? কোনও ঋণ গ্রহীতা যদি টানা ৯০ দিন সুদ না দেন অথবা মূলধনের অংশ ফেরত না দেন তবে তাকে ‘অনাদায়ী ঋণ’ হিসাবে ঘোষণা করা হয়। রাজীবের দাবি, গোটা পরিষেবা বিষয়টিতেই স্বচ্ছতা আনতে চায় অর্থ মন্ত্রক। আর সে জন্যই এই মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত।

দেনা, বিজয়া এবং ব্যাঙ্ক অব বরোদা, তিনটি ব্যাঙ্কের কর্তৃপক্ষ অর্থাৎ তাদের বোর্ডকে এই মিশিয়ে দেওয়া নিয়ে অনুমোদনের জন্য চিঠি পাঠানো হয়েছে। তারা যদি অনুমোদন দেয়, তার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে। রাজীব কুমারের দাবি, ব্যাঙ্কিং সেক্টরে সংস্কারের প্রয়োজন রয়েছে। আর সেই সংক্রান্ত বিষয়ে মূলধন দিয়ে ব্যাঙ্কগুলিকে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।   

অ্যামাজন ছাপিয়ে গেল অ্যাপলকে, ব্যবসার অঙ্ক ১ লক্ষ কোটি ডলার

অর্থ মন্ত্রকের হিসাব অনুযায়ী, সব কিছু ঠিকঠাক থাকলে চ‌লতি অর্থ বছর শেষ হওয়ার আগেই ব্যাঙ্ক তিনটির সংযুক্তিকরণ হবে। তার আগে দেনা, বিজয়া এবং ব্যাঙ্ক অব বরোদা, আলাদা আলাদা ভাবে নিজেদের কাজ করবে। তবে এই সংযুক্তিকরণের কাজে এই তিন ব্যাঙ্কের কোনও কর্মচারীকেই এমন কিছুর মুখোমুখি হতে হবে না, যেটা তাঁদের পরিপন্থী। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।

এই মুহূর্তে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির মধ্যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সবচেয়ে বড়। তাদের সঙ্গে রয়েছে পাঁচটি অন্য স্টেট ব্যাঙ্ক এবং ভারতীয় মহিলা ব্যাঙ্ক। বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে এক নম্বরে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক। আর দু’নম্বরে রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। দেনা, বিজয়া এবং ব্যাঙ্ক অব বরোদা, জুড়ে গেলে দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক হবে ওই নতুনটি।