হন্ডার সিবিআর২৫০আর নতুন রূপে, নতুন দামে

সিবিআর২৫০সিবিআর২৫০

জাস্ট দুনিয়া ডেস্ক: আপনি বাইকপ্রেমী? তা হলে জেনে নিন নতুন দামে ভারতের বাজারে চলে আসা হোন্ডা সিবিআর২৫০আর বাইকের খবর। ২০১৮ সালে এই বাইক আসছে নতুন সাজে, নতুন দামে। সদ্য সংস্থার তরফে এই খবর জানানো হয়েছে। হোন্ডা মোটরসাইকেল ও স্কুটারের নতুন মূল্যের ঘোষণা করা হয়েছে সংস্থার ওয়েব সাইটেই।

দাম শুরু হচ্ছে ১ লাখ ৬৩ হাজার থেকে। সর্বোচ্চ দাম ১ লাখ ৯৩ হাজার টাকা। নতুনভাব আসা সিবিআর২৫০আর ২০১৮ অটো-এক্সপোতে গত মাসে মানুষের সামনে নিয়ে আসা হয়েছিল। নতুন স্টাইল, একগুচ্ছ নতুন ফিচার ও নতুন উপকরণ রয়েছে। এবং এতে রয়েছে বিএস-ফাইভ ইঞ্জিন। এই বাইকের তুলনা করা হচ্ছে কেটিএম আরসি ২০০। ইয়ামাহা ফেজার-২৫, বজাজ পালসার আরএস২০০ এমনকি নতুন টিভিএ, অ্যাপাচে আরআর ৩১০-এর সঙ্গেও।

আইফোনকে টেক্কা দিতে বাজারে এল গ্যালাক্সি এস৯ ও এস৯ প্লাস

যদিও দেখার বিশেষ কোনও বদল লক্ষ্য করা যাবে না এই বাইকের। যাঁরা পুরনো সিবিআর২৫০আর দেখেছেন তাঁদের নজরে বিশেষ কোনও পার্থক্য ধরা পড়বে না। একমাত্র রঙ আর গ্রাফিক্স ছাড়া। নতুন মডেল আসছে চারটি ভিন্ন রঙে। তার মধ্যে একটি ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিকের সঙ্গে মার্স অরেঞ্জ। আর একটি রং ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিকের সঙ্গে স্ট্রাইকিং গ্রিন। এ ছাড়া থাকছে পার্ল স্পোর্টস ইয়োলো এবং স্পোর্টস রেড। এ ছাড়া বাইকের চাকা থেকে এক্সহস্ট পাইপ সবই কালো। কিন্তু বডির রঙের সঙ্গে মিলিয়ে চাকার চারদিকে সেই রং করা হয়েছে।

বন্ধ হয়ে যাবে এয়ারসেল?

এ ছাড়া এই বাইকে থাকছে সম্পূর্ণ এলইডি হেড ল্যাম্প। চাকার মাপ ১৭ ইঞ্চি। সামনে ১১০ এমএম টায়ার, ১৪০ এমএম রাবার। কোনও টিউব থাকছে না। ২৯৬ এমএম ডিস্ক ব্রেক থাকছে সামনে এবং ২২০ এমএম ইউনিট পিছনের চাকায়। এর সঙ্গে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হল ২৪৯.৬০ সিসি সিঙ্গল সিলিন্ডার লিকুইড-কুল, ৪ স্ট্রোক, ৪ ভালভ, ডিওএইচসি ইঞ্জিনের সঙ্গে থাকছে পিজিএম-ফুয়েল ইনজেকশন ব্যবস্থা।

২০১৭-এর মে মাসে ভারতে সরকারিভাবে এই দুই বাইকের প্রোডাকসন বন্ধ করে দিয়েছিল হোন্ডা। ১০ মাস পল আবার নতুন রূপে আইন মেনেই বাজারে এসে গেল এই বাইক। ইয়ামাহাও সম্প্রতি আর১৫ ভি৩.০ বাজারে এনেছে। এপ্রিলিয়া নিয়ে আসছে নতুন আরএস ১৫০ আগামী বছর। তাই হোন্ডা সিবিআর১৫০আর-এর নতুন বাইক এখনই বাজারে আনছে না। তবে মানুষের হাতে এই মুহূর্তে রয়েছে নতুন একগুচ্ছ বিকল্প।