পিএফে সুদের হার কী হবে? বৈঠক আজ

প্রভিডেন্ট ফান্ডে সুদের হার বাড়বে, না কি কমবে, তা নিয়েই চূড়ান্ত বৈঠকে বসবে ‘এপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন’ (ইপিএফও)। বুধবারের এই বৈঠকেই সিদ্ধান্ত হবে, চলতি অর্থবর্ষে কী হারে সুদ পাবেন উপভোক্তারা।

ইপিএফও জানিয়েছে, তাদের প্রায় ৫ কোটি উপভোক্তা রয়েছেন। ২০১৬-১৭ আর্থিক বছরে তাঁরা প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.৬৫ শতাংশ হারে সুদ পেয়েছেন। সূত্রের খবর, ২০১৭-১৮ আর্থিক বছরে সুদের হার অপরিবর্তিত থাকতে পারে। ২০১৫-১৬ আর্থিক বর্ষে এই হার ৮.৮ শতাংশ ছিল।

এ দিনের বৈঠকের পরে অর্থ মন্ত্রককে সেই সিদ্ধান্তের কথা জানানো হবে। মন্ত্রকের অনুমোদন পেলেই সুদের হারে সিলমোহর পড়বে। এর পর সুদের টাকা উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে। অ্যাকাউন্টে কত জমা পড়ল তা অনলাইন এবং অ্যাপসের মাধ্যমে জানা যাবে।