আইসিআইসিআই এবং অ্যাক্সিসের শীর্ষ কর্তাকে ডাক গোয়েন্দাদের

আইসিআইসিআই এবং অ্যাক্সিসের শীর্ষ কর্তাকে ডাক গোয়েন্দাদেরআইসিআইসিআই এবং অ্যাক্সিসের শীর্ষ কর্তাকে ডাক গোয়েন্দাদের

জাস্ট দুনিয়া ডেস্ক: নীরব কেলেঙ্কারিতে এ বার তদন্তকারীরা ডেকে পাঠালেন বেসরকারি দুই ব্যাঙ্কের শীর্ষ আধিকারিককে। বিশেষ গোয়েন্দা দফতর বা সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস (এসএফআইও) মঙ্গলবার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রায় ১৩ হাজার কোটি টাকা প্রতারণা মামলার তদন্তে আইসিআইসিআই ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও চন্দা কোচার এবং অ্যাক্সিস ব্যাঙ্কের শিখা শর্মাকে তলব করেছে।

এসএফআইও-র তরফে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্যই ওই দুই কর্তাকে তাদের মুম্বই অফিসে ডেকে পাঠানো হয়েছে। নীরব মোদীর মামা প্রখ্যাত হিরে ব্যবসায়ী মেহুল চোক্সীর গীতাঞ্জলি গ্রুপ ৩১টি ব্যাঙ্ক থেকে প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা ঋণ নিয়েছিল। ওই ব্যাঙ্কগুলির কনসর্টিয়ামের দায়িত্বে ছিল আইসিআইসিআই ব্যাঙ্ক। পাশাপাশি তারা নিজেরাও গীতাঞ্জলিকে ৪০৫ কোটি টাকা ঋণও দিয়েছিল।

এর আগে এ দিন সকালে গীতাঞ্জলির গ্রুপ অব কোম্পানিজ-এর ভাইস প্রেসিডেন্ট বিপুল চিতালিয়াকে আটক করেছে সিবিআই। তদন্তের স্বার্থে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। মুম্বই বিমানবন্দর থেকে বিপুলকে আটক করে সিবিআই তাঁকে বান্দ্রা-কুর্লা কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।

গত এক মাসে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ওই আর্থিক কেলেঙ্কারিতে সিবিআই প্রায় ২০ জনকে গ্রেফতার করেছে। এসএফআইও কেন্দ্রীয় সরকারের কর্পোরেট সংক্রান্ত মন্ত্রকের অন্তর্গত একটি তদন্তকারী সংস্থা। সিবিআই বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মতো তারাও কর্পোরেট সংস্থাগুলিতে আর্থিক দুর্নীতি নিয়ে তদন্ত করে।